রুট মার্চ শুরু করলো কেন্দ্রীয় বাহিনী, দ্বিতীয় বারের জন্য রাজ্যে আসছেন উপ নির্বাচন কমিশনার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 22/02/2021   শেষ আপডেট: 22/02/2021 5:41 a.m.
সুদীপ জৈন

সূত্রের খবর অনুযায়ী আগামী ২৫ এবং ২৬ ফেব্রুয়ারি তারিখে জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করতে চলেছেন সুদীপ জৈন।

ভোটের আর খুব একটা বেশি দেরি নেই, ফাইবারে বিভিন্ন এলাকায় রুটমার্চ শুরু করে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী। ভোটের চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখার জন্য আবারো বাংলায় আসতে চলেছেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন। এবারে তিনি ২ দিনের জন্য সারা বাংলার পরিস্থিতি খতিয়ে দেখার জন্য আসতে চলেছেন। তবে দিনক্ষণ এখনো পর্যন্ত কিন্তু চূড়ান্ত হয়নি। তবে আশা করা হচ্ছে এই মাসের শেষের দিকে অথবা আগামী মাসের শুরুর দিকে তিনি রাজ্যে আসতে চলেছেন। আর কিছুদিনের মধ্যেই নির্ঘন্ট ঘোষণা হতে চলেছে ২০২১ এর বিধানসভা নির্বাচনের। প্রত্যেকটি দলের মধ্যে বিধানসভা ভোটের প্রস্তুতি একেবারে তুঙ্গে।

এই নিয়ে কিন্তু নির্বাচন কমিশনের তৎপরতা একেবারে চোখে পড়ার মতো। ইতিমধ্যেই ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চলে এসেছে রাজ্যে। কলকাতা সহ বেশ কিছু জায়গায় তারা টহল দেওয়া শুরু করেছেন। আজ সকালে অনেক জায়গায় কেন্দ্রীয় বাহিনীকে রুটমার্চ করতে দেখা গেল। কিন্তু তার পরেও, কিছু কি খামতি রয়ে গেল? সেই ব্যাপারটি খতিয়ে দেখার জন্য ফেব্রুয়ারি মাসে ২ দিনের জন্য সফরে আসতে চলেছেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন। সূত্রের খবর অনুযায়ী আগামী ২৫ এবং ২৬ ফেব্রুয়ারি তারিখে জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করতে চলেছেন সুদীপ জৈন। তবে এই তারিখ পরিবর্তন হতে পারে।