ভিড় প্রমাণ করে দিচ্ছে এবারে মানুষ কাকে ভোট দেবেন: অমিত শাহ
খরগপুরের প্রার্থী হিরনের জন্য প্রচারে এসেছেন
ভোটের আগে ১৪ মার্চ, হাইভোল্টেজ দিন, নন্দীগ্রাম দিবস। একদিকে হুইল চেয়ারে করে রাজপথে মমতা। অন্যদিকে, খড়গপুরে রোড শোয়ে অমিত। সব মিলিয়ে হলো একটি সুপার সানডে। মমতা বললেন, "যন্ত্রণা আছে, কিন্তু বহিরাগতদের তাড়ানোর দায়িত্ব ও আছে।" আবার ভোট ঘোষণার পরে প্রথমবার রাজ্যে এলেন অমিত। অমিত শাহ বললেন, "ভির বলছে মানুষ পরিবর্তনের ডাক দিয়ে দিয়েছে। এবারের ভোটে আপনারা মোদিজিকে ভোট দিন।" অমিতের রোড শোতে ছিলেন, অমিত শাহ এবং সদ্য বিজেপিতে যোগদান করা খড়্গপুরের প্রার্থী হিরণ। ২০১৬ সালে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সেখানকার পাঁচবারের বিধায়ক জ্ঞান সিং সোহন পালকে পরাজিত করে হলেন বিধায়ক। সেই থেকে শুরু, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ হয়ে উঠলেন জায়েন্ট কিলার। তবে এবারে, এই আসনের গুরু দায়িত্ব দেওয়া হয়েছে হিরনকে।
এই আসনে এবার হবে ত্রিমুখী লড়াই। বিজেপির হয়ে অাছেন হিরণ চট্টোপাধ্যায়, তৃণমূলের হয়ে প্রদীপ সরকার এবং বাম প্রার্থী সমীর রায়। স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন অসমে এবং সেখানে প্রচার করেছিলেন। সেখান থেকে সোজা ব্যাক টু পশ্চিমবঙ্গ। এসেই প্রথম সভা হিরনের সমর্থনে।অমিত বললেন, "এবারে ২০০ এর বেশি আসন নিয়ে বিজেপি লড়বে।"