ক্রমশ কাটছে জোটের বিতর্ক, আব্বাসকে নিজেদের আসন ছাড়তে রাজি এবার কংগ্রেসও
বিধানসভা নির্বাচনে আব্বাসের দাবি মেনে ৮ টি আসন ভাইজানকে ছেড়ে দেওয়া হবে
একুশে নির্বাচনের আগে ক্রমশ মসৃণ হচ্ছে বাম কংগ্রেস জোটের পথ। আগে জোট সম্বন্ধে এমনিতেই নরম হয়েছিল বাম কর্তৃপক্ষ। এবার কংগ্রেসও জোটে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে কিছু আসন দিতে সম্মত হল। গত বুধবার রাতে জোটের দুই শরিক সিপিএম ও কংগ্রেসের আসনরফা চূড়ান্ত করতে বৈঠক হলে সেই সময় কংগ্রেস বৈঠক ছেড়ে বেরিয়ে যায়। কারণ দক্ষিণবঙ্গের বেশকিছু আসনের দাবি করেছিল আব্বাস সিদ্দিকি। কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয় তাদের জেতা আসন তারা কোনোভাবেই ভাইজানকে দেবে না। এর ফলে জোটের অন্দরে তীব্র বিতর্ক সৃষ্টি হয়। তারপর বৃহস্পতিবার বিকেলে বিতর্ক মেটাতে বৈঠকে বসেন তিন শীর্ষ নেতা অধীর চৌধুরী, আব্দুল মান্নান ও প্রদীপ ভট্টাচার্য।
বৈঠকের পর তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেয় যে বিধানসভা নির্বাচনে আব্বাসের দাবি মেনে ৮ টি আসন ভাইজানকে ছেড়ে দেওয়া হবে। তবে বালিগঞ্জ ও বন্দরের আসন কার কাছে যাবে সেই নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এই দুটি আসনের অধিকার নিজেদের হাতে রাখতে চায় কংগ্রেস। এরপর জটিলতা রয়েছে তা আলিমুদ্দিন ফুরফুরা শরীফের সাথে কথা বললে মিটিয়ে দেবে। তবে বঙ্গ রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরের মত জেলায় আসন বন্টন নিয়ে ফের জটিলতা সৃষ্টি হতে পারে।