ইশতেহারে চমক কংগ্রেসের! পিছিয়ে পড়া পরিবারকে মাসিক ৫৭০০ টাকা ভাতার প্রতিশ্রুতি অধীরের
অধীর রঞ্জন চৌধুরী আজ কংগ্রেস ইশতেহার প্রকাশ করেছে
একুশে বাংলা বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে। ইতিমধ্যেই নির্বাচনের প্রধান দুই শক্তি তৃণমূল ও বিজেপি তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করে দিয়েছেন। অনেকদিন আগেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছিলেন। তারপর গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গেরুয়া শিবিরের নির্বাচনী ইশতেহার প্রকাশ করে। এরইমাঝে সংযুক্ত মোর্চা সরকারের বামদল তাদের ইশতেহার প্রকাশ করেছে। এরপর আজ অর্থাৎ সোমবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বিধান ভবনে কংগ্রেসের ইশতেহার প্রকাশ করেন।
কংগ্রেস তাদের ইশতেহারে জানিয়েছে যে আর্থিক ভাবে পিছিয়ে পড়া পরিবারের ২০ শতাংশকে মাসে ৫৭০০ টাকা করে অনুদান দেওয়া হবে। এছাড়া পরিযায়ী শ্রমিকদের চাকরির ব্যবস্থা করবে কংগ্রেস। যতদিন না তারা চাকরি পাবে তাদেরকে প্রতিমাসে ৫০০০ টাকা করে ভাতা দেওয়া হবে। এছাড়াও রাজ্যে নারী সুরক্ষার দিকে বিশেষ নজর দেওয়া হবে বলে জানা গিয়েছে। এছাড়া বাংলা জুড়ে শিল্পের প্রসার প্রতিশ্রুতি দিয়েছে প্রদেশ কংগ্রেস।
একনজরে কংগ্রেস ইশতেহারের ৫ দিক:
১) আইনের শাসন প্রতিষ্ঠা।
২) স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন।
৩) সামাজিক সুরক্ষা প্রদান।
৪) শিল্প সংস্কৃতি রক্ষা।
৫) শিক্ষাক্ষেত্রে উন্নয়ন।