২০২১ -এর প্রথমেই ১৬,৫০০ প্রাথমিক শিক্ষক নিয়োগ, বড়সড় ঘোষণা রাজ্যের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 11/11/2020   শেষ আপডেট: 12/11/2020 5:52 a.m.
facebook.com/BanglarGorboMamata

নতুন করেও হবে টেট পরীক্ষা, জমা পড়েছে আড়াই লক্ষ আবেদন

বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের বেকার যুবক, যুবতীদের কন্য বড়সড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের তরফে। নবান্নে এক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এই মূহুর্তে রাজ্যে প্রায় ১৬,৫০০ টি শূণ্যপদ রয়েছে বিভিন্ন সরকারি স্কুল্গুলিতে। তাই টেট উত্তীর্ণ ২০,০০০ পরীক্ষার্থীর মধ্যে দ্রুততার সাথে ১৬,৫০০ পরীক্ষার্থীকে দেওয়া হবে নিয়োগপত্র, এ ছাড়াও বাকিদেরও দফায় দফায় দেওয়া হবে নিয়োগ আদেশ।

মুখ্যমন্ত্রীর নির্দেশ, সামনের মাস থেকেই শুরু হবে প্রক্রিয়া এবং ২০২১- এর জানুয়ারি, ফেব্রূয়ারি মাসের মধ্যে পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এ ছাড়াও, নতুন করে আসা প্রায় আড়াই লক্ষ আবেদনপত্রের ভিত্তিতে আবার হবে টেট পরীক্ষা। বিধানসভা নির্বাচনের আগে, রাজ্য প্রশাসনের এই ঘোষণায় স্বভাবতই খুশি রাজ্যের বেকার টেট-উত্তীর্ণ যুবক যুবতীরা।