"হেলিকপ্টার থেকে দেখেছি পুলিশ মানুষকে সভায় আসতে বাধা দিচ্ছে", ফ্লপ সভার সাফাইয়ে মন্তব্য যোগী আদিত্যনাথের
যোগী আদিত্যনাথ বাংলায় এসে রামনাম প্রচার করে পরিবর্তনের ডাক দিলেন
একুশে বাংলা বিধানসভা নির্বাচনের আগে জোরকদমে প্রচারে নেমেছে গেরুয়া শিবির। বারংবার কেন্দ্রীয় স্টার ভোটপ্রচারকদের বাংলায় নিয়ে আসছে গেরুয়া শিবির। এবার আজ অর্থাৎ মঙ্গলবার মমতার বাঁকুড়া জনসভার পাল্টা জনসভা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি ধর্মীয় কার্ড সামনে রেখে বাংলাতে এসে বিজেপির হয়ে প্রচার করলেন। তিনি আজকে বলরামপুরে সভাতে দাঁড়িয়ে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, "জয় শ্রীরাম বললে মমতাদি রেগে যান। কিন্তু এখানকার মানুষ আমাকে জয় শ্রীরাম বলে অভিবাদন করছেন। আর তা দেখেই মমতাদি মন্দিরে গিয়ে চন্ডীপাঠ করছেন। এটাই তো পরিবর্তন। বিজেপির হাত ধরে বাংলা রামরাজ্যে পরিণত হবে। বিজেপি এসে বাংলার মানুষের মুখে রামনাম শুরু করেছে। এরকমভাবে হবে বাংলায় পরিবর্তন।"
অবশ্য বিজেপির কথামতো যোগী আদিত্যনাথের জনসভাতে কোনায় কোনায় ঠাসা ভিড় চোখে পড়েনি। বড় একটি ছোট মাঠের অধিকাংশ জায়গায় ফাঁকা থেকে গেছে। যদিও ভিড় হয়নি এই কথা মানতে নারাজ যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন, "আমি হেলিকপ্টারে আসার সময় দেখেছি এখানকার কার্যকর্তাদের সভায় আসতে দেওয়া হচ্ছে না। তাদেরকে পুলিশ বিভিন্ন জায়গায় আটকে রেখেছে। তবে অনেকেই বাধা ভেঙ্গে জনসভায় এসে উপস্থিত হতে পেরেছে।" অন্যদিকে সভায় ভিড় না হওয়ায় তীব্র বিদ্রুপ করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, "দিল্লি থেকে নেতারা ডেলি প্যাসেঞ্জারি করছে বাংলায়। উত্তরপ্রদেশ থেকে যোগী আদিত্যনাথ আসছে। কিন্তু তার সভায় লোক ভরছে না। পুরুলিয়ার মানুষ বহিরাগতদের প্রত্যাখ্যান করছে।"