ক্ষমতায় আসলেই হবে নাগরিকত্ব, মতুয়াদের জন্য ঢালাও প্রতিশ্রুতি শাহের
অমিত শাহ প্রকাশ করে দিলেন এবছরের বিজেপির নির্বাচনী ইশতেহার
আজকে রবিবার ভারতীয় জনতা পার্টির এবছরের নির্বাচনী ইশতেহার প্রকাশ করে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইস্তেহারে ছিল বাংলার মানুষের জন্য ঢালাও প্রতিশ্রুতি। অমিত শাহ এদিন বাংলার মানুষের জন্য কল্পতরু হিসেবে অবতীর্ণ হলেন। মহিলাদের জন্য ভালো প্রতিশ্রুতির পাশাপাশি এদিন তিনি কৃষকদের উন্নতির জন্য একাধিক প্রতিশ্রুতির কথা ঘোষণা করলেন। একদিকে ছিল কৃষক সম্মান নিধি যোজনা, অন্যদিকে আবার ছিল কৃষকদের জন্য তৈরি একটি বিশেষ ফান্ড। এছাড়াও ইশতেহার প্রকাশের দিন অমিত শাহ মুখ খুললেন নাগরিকত্ব আইন নিয়ে। তিনি ঘোষণা করে দিলেন, বাংলায় ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হলে শুরু হয়ে যাবে সিএএ এবং এনআরসির কাজ।
বেশ কিছুদিন ধরে নাগরিকত্ব নিয়ে গরিমসি করছিল কেন্দ্রীয় সরকার। আর তা নিয়ে মতুয়া সম্প্রদায়ের মানুষের মধ্যে ছিল ক্ষোভ। বিষয়টি, ঠাকুরনগরের বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর এর বডি ল্যাঙ্গুয়েজে পরিস্কার বোঝা যাচ্ছিল। তবে এবারের বিধানসভা নির্বাচনে মতুয়া ভোট হতে চলেছে ৮৪টি আসনের জন্য বিরাট বড় ফ্যাক্টর। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করে দিলেন, বাংলায় যে সমস্ত শরণার্থী ৭০ বছর ধরে বসবাস করছেন, তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। এর ফলে কিছুটা হলেও মুখে হাসি ফুটেছে মতুয়া সম্প্রদায়ের। এছাড়াও তিনি ঘোষণা করে দিলেন, প্রত্যেক শরণার্থী পরিবারের জন্য আগামী পাঁচ বছর বার্ষিক দশ হাজার টাকা করে দেওয়া হবে। ঢালাও প্রতিশ্রুতি দেখে কার্যত বোঝাই যাচ্ছে, এবারে বাংলার অব্রাহ্মণ হিন্দু সম্প্রদায়ের ভোটকে পাখির চোখ করেছে ভারতীয় জনতা পার্টি।