নির্বাচন শুরুর ঠিক আগে উদ্ধার হল কোটি টাকার মাদক, সোনা রূপা, চাঞ্চল্য রাজ্য জুড়ে
গত ২৬ ফেব্রুয়ারি থেকে এখনো পর্যন্ত মোট ১৭ কোটি টাকা উদ্ধার করা হয়েছে।
আর মাত্র দু সপ্তাহ পরেই প্রথম দফার বিধানসভা নির্বাচন হতে চলেছে। তার আগেই বেশ কয়েকটি জেলা থেকে উদ্ধার হল হিসাব বহির্ভূত নগদ টাকা। কার সাথে ছিল মদ, মাদক, সোনা এবং অন্যান্য বিভিন্ন সামগ্রী যার মূল্য বিচার করলে দাঁড়ায় ৯০ কোটি টাকা। গত ২৬ ফেব্রুয়ারি থেকে এখনো পর্যন্ত মোট ১৭ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। শুক্রবার ,১ কোটি ১ লক্ষ টাকা উদ্ধার করা হলো। তবে এখনও পর্যন্ত সেই টাকার কোন রকম উৎস জানতে পারা যায় নি। এই কারণে বর্তমানে সেই টাকা বাজেয়াপ্ত হিসেবে রয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই ৪০ কোটি টাকার মাদক আটক করা হয়েছে।
শুধুমাত্র ভোটের নিরাপত্তা দেওয়া নয়, কালো টাকা উদ্ধার এবং বে-আইনি কাজকর্ম বন্ধের নির্দেশে পুলিশ কে তৎপর হতে নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। গত ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়ে গিয়েছে তল্লাশি। প্রশাসন সূত্রে খবর, ভোটের সময় আসতে না আসতেই নগদ টাকার লেনদেন অনেকটা বেড়ে যায়। আবার অনেক ক্ষেত্রে ভোটের জন্য সেই টাকা ব্যবহার করা হয়। এই সমস্ত কালোটাকার যাতে অপব্যবহার না হয় সেই নিয়ে নির্বাচন কমিশন বেশ চিন্তিত। তাই এই দিকে কিন্তু বেশ নজর দিচ্ছে নির্বাচন কমিশন।