প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ, ধুন্ধুমার বিজেপির হেস্টিংস সদর দপ্তর

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 17/03/2021   শেষ আপডেট: 17/03/2021 6:34 a.m.

দু দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ কিন্তু একটুও কমেনি কর্মীদের মধ্যে

রাজ্যজুড়ে প্রার্থী দেওয়ার পরে হিমশিম অবস্থায় বিজেপি নেতৃত্বের। এবারে ধুন্ধুমার কান্ড ঘটল হেস্টিংসে। নদীয়ার পর্যবেক্ষককে লক্ষ্য করেই করার অভিযোগ উঠেছে এবং পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করেছে পুলিশ। বিভিন্ন জায়গায় প্রার্থীদের নিয়ে দলের কর্মীরা ক্ষুব্দ এবং সে কথা স্বীকার করে নিয়েছেন শমীক ভট্টাচার্য। শমীক ভট্টাচার্য বললেন, "এই ঘটনা অনভিপ্রেত ও এবং দুঃখজনক। আমাদের পক্ষে এবং পার্টির মর্যাদার পক্ষে এই ঘটনা একেবারেই কিন্তু সুখকর নয়।" দুই দফার প্রার্থী তালিকা ঘোষণার পর ২ দিন ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে। কিন্তু গেরুয়া শিবিরে এখনো পর্যন্ত ক্ষোভের আবহ চলছে। বেশ কিছু আসনে প্রার্থী নিয়ে সমস্যায় রয়েছে বিজেপি কর্মীদের। রায়দিঘি থেকে শুরু করে, সোনারপুর, উদয়নারায়নপুর আসনের প্রার্থীদের নিয়ে সমস্যা বিজেপি কর্মীদের।

সেই সমস্ত আসনের বিজেপি কর্মীরা সরাসরি চলে এলেন হেস্টিংস এ বিজেপির সদর দপ্তরে। তারা ব্যারিকেড ভাঙ্গার চেষ্টা করলে পুলিশ তাদেরকে বাধা দেয়। দিনভর চলে বিক্ষোভ, বিকেল নাগাদ পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে। এছাড়াও নদীয়া জেলার পর্যবেক্ষক যখন পার্টি অফিস থেকে বেরোচ্ছিলেন তখন তাকে উদ্দেশ্য করে ঢিল ছোড়ার অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। নিরাপত্তারক্ষীদের উদ্দেশ্যে ইঁট ছোঁড়া হয়েছিল। এছাড়াও এদিন কর্মীদের বিক্ষোভের মুখে পড়েছিলেন শিবপ্রকাশ, মুকুল রায়, অর্জুন সিংহ সহ আরো অনেকে নেতা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেছেন, "বিশাল জায়গা জুড়ে বিক্ষোভ করছে কর্মীরা। তাদের মধ্যে কিছু অসন্তোষ রয়েছে। দল তাদের সাথে আলাপচারিতা চালানোর চেষ্টা করছে। আশা করা যায় খুব তাড়াতাড়ি এই সমস্যা মিটে যেতে চলেছে।"