ভোটে রাজ্যের পুলিশকে কাছে বুথে ঢুকতে না দেওয়ার হুংকার দিলীপ ঘোষের
বেআইনি উপার্জন নিয়েই তৃণমূল নেতাদের কটাক্ষ করলেন দিলীপ— পাল্টা দিলেন সৌগত রায়
ভোটের দিন যত এগিয়ে আসছে কথা-পাল্টা কথা-র পরিমাণ ততো বাড়ছে। মঙ্গলবার যেমন এক সভামঞ্চ থেকে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ হুংকার দিয়ে বললেন, “এতো টাকা করছে- নিউটাউনে ফ্ল্যাট কিনছে সবই সবাই জানে। ইডি সিবিআই সব টেনে টেনে বের করবে। তখন ৩০০০-৪০০০ স্কোয়ার ফুটের ফ্ল্যাট ছেড়ে আলিপুর জেলের ৬ বাই ৬ ঘরে ঠাঁই হবে সবার।”
একইসাথে বিধানসভা নির্বাচন প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “এইবার আর পুরভোটের মতো হবে না। যে অন্য কেউ আপনার ভোট দিয়ে দেবে। নিজের ভোট নিজেই দিতে পারবেন। সেন্ট্রালের ফোর্স দিয়ে ভোট হবে। কোনো পুলিশকে আশপাশে আসতে দেবো না।”
এই সব মন্তব্যের উত্তর দিতে ছাড়েনি তৃণমূল শিবির। তৃণমূল সাংসদ সৌগত রায় বললেন, “প্রতিবারই তো বিধানসভা ভোট সেন্ট্রালের ফোর্স দিয়েই হয়। আর বেআইনি টাকা কারো কাছে থাকলে ইডি অবশ্যই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এগুলোতে তো নতুন কিছু নেই! দিলীপ বাবু আসলে রোজ সকালে তেলেভাজার মতো মুখরোচক কিছু কথা দিয়ে বিজেপি ক্যাডারদের মনোবল বাড়াতে চান। এটা বন্ধ করুন।”