নির্বাচনী প্রচারে গিয়ে আক্রান্ত বিজেপি প্রার্থী

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 02/04/2021   শেষ আপডেট: 02/04/2021 2:46 p.m.
facebook.com/BJP4Bengal

ডায়মন্ড হারবার বিধানসভার বিজেপি প্রার্থী দীপক হালদার প্রচারে বেরিয়ে আক্রান্ত, ভর্তি হাসপাতালে

নির্বাচনী প্রচারে গিয়ে আক্রান্ত ডায়মন্ড হারবার বিধানসভার বিজেপি প্রার্থী দীপক হালদার। মাস কয়েক আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। এবারের নির্বাচনে বিজেপির প্রার্থীও হয়েছেন তিনি। তবে শুক্রবার প্রচারে গিয়ে তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন বিজেপি প্রার্থী দীপক হালদার। হঠাৎই আক্রান্ত হয়ে বুকে চোট নিয়ে ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি হয়েছেন। সেই সঙ্গে ১৫ জনের বেশি বিজেপি কর্মীও আহত হয়েছেন বলে সূত্রের খবর।

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকালে ডায়মন্ড হারবার ১ নম্বর ব্লকের পারুলিয়া অঞ্চলের হরিদেবপুর এলাকায় প্রচার করছিলেন বিজেপি প্রার্থী দীপক হালদার। আচমকাই একদল মহিলাসহ স্থানীয় লোকজন প্রার্থীকে তাড়া করে বলে অভিযোগ। এই অতর্কিত আক্রমণে বুকে চোট পান বিজেপি প্রার্থী দীপক হালদার। তখন তাঁর কর্মী সমর্থকদের উপরও হামলা হয়। অভিযোগের তির শাসকদলের দিকে। সূত্রের খবর, দীপক হালদার মাস কয়েক আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যুক্ত হয়েছিলেন। যা স্থানীয় তৃণমূল নেতৃত্ব ভালো চোখে দেখেন নি। তাই বিজেপি প্রার্থীর উপর এই হামলা বলে অভিযোগ। যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি এটি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল। এই ঘটনার পর বিজেপির কর্মী সমর্থকরা ১১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। টায়ার পুড়িয়ে বিক্ষোভ দেখান। এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। ডায়মন্ড হারবার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনী নামানো হয়েছে বলে সূত্রের খবর। এরফলে ১১৭ নম্বর জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। উল্লেখ্য আজ বিকেলেই ডায়মন্ড হারবারে রয়েছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো। ফলে তার আগে বিজেপি প্রার্থীর উপর আক্রমণের ঘটনা কার্যত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।