কয়লা কাণ্ডে নয়া মোড়, সিবিআইয়ের নোটিশের বিরোধিতা করে আদালতে বিনয় মিশ্র

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 22/03/2021   শেষ আপডেট: 23/03/2021 6:21 a.m.
কলকাতা হাইকোর্ট

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, বিনয় মিশ্র এই মামলার অন্যতম প্রধান চক্রী

ইতিমধ্যেই তার নামে জারি করা হয়েছে লুকআউট নোটিস। তার মধ্যেই এবারে কয়লা কাণ্ডে সিবিআই এর দায়ের করা মামলার বিরুদ্ধে আদালতে গিয়ে আর্জি জানালেন এই মামলার অভিযুক্ত বিনয় মিশ্র। আদালতের কাছে গিয়ে তিনি আর্জি জানিয়েছেন তার বিরুদ্ধে ওঠা সিবিআই এর সমস্ত মামলা খারিজ করার অনুরোধ করে। হাইকোর্টের বিচারপতির জয় সেনগুপ্তর এজলাসে এই মামলা উঠেছে এবং আগামী ৩১ মার্চ তারিখে এই মামলার শুনানির তারিখ ঠিক করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই বিনয় মিশ্র কে এই কয়লা কান্ডের অন্যতম প্রধান অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছে। সিবিআই এর কাছে হাজিরা দেওয়ার জন্য তাকে বারবার সমন পাঠিয়েছে গোয়েন্দা সংস্থা।

কিন্তু বিনয় মিশ্র ছিলেন সম্পূর্ণরূপে হাজিরা দিতে নারাজ। সেই পরিস্থিতিতে সিবিআই তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করে। এছাড়াও তার সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে সিবিআই। পাশাপাশি তার বিরুদ্ধে রেড করার নোটিশ জারি করার প্রস্তুতি তুঙ্গে। এছাড়াও, আন্তর্জাতিক পুলিশের কাছে আবেদন করা হয়েছে বলে জানা গিয়েছে। বিনয় মিশ্র কে যে কোনোভাবেই হোক হাতেনাতে ধরার পরিকল্পনা গ্রহণ করেছে সিবিআই। সিবিআই সূত্রে খবর, বিনয় মিশ্র বর্তমানে দুবাইয়ের কোন একটি জায়গায় রয়েছেন। সিবিআই মনে করছে, যদি বিনয় মিশ্র কে হাতেনাতে ধরা যায় তাহলেই কয়লা কাণ্ডের প্রধান অভিযুক্ত সিবিআই এর নাগালে চলে আসবে। ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অভিযুক্ত বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্রকে গ্রেপ্তার করেছে। জানা গিয়েছে, দাদা বিনয় মিশ্রের সমস্ত লেনদেনের খোঁজখবর রাখতেন ভাই বিকাশ। বর্তমানে বিকাশ মিশ্রের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।