নতুন ভোটারদের ভোটদানে উৎসাহ দিতে অভিনব কর্মসূচি বারুইপুরে
বারুইপুরের রাসমণি বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে বসলো ক্যাম্প
নতুন ভোটারদের ভোট দিতে উৎসাহ দিতে এবারে ছাত্রীদের দিয়ে একটি মডেল ভোট কেন্দ্রের মাধ্যমে অভিনব ভাবে প্রচার শুরু করলো বারুইপুর ব্লক প্রশাসন। বারুইপুর রাসমণি বালিকা বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের নিয়ে এই মডেল ভোট কেন্দ্র প্রস্তুত করে ফেলা হলো। যুব ভোটারদের উৎসাহ দেওয়ার জন্য তাদের উদ্দেশ্যে বার্তা দিলেন দক্ষিণ ২৪ পরগনার ভোটের অন্যতম আইকন প্রাক্তন ফুটবলার অমিত দাস। এছাড়া উপস্থিত ছিলেন মোঃ মোশারফ হোসেন যিনি ব্লকের বিডিও। বারুইপুরে পূর্ব এবং পশ্চিম বিধানসভা মিলিয়ে সর্বমোট বুথের সংখ্যা ৫৫৩।
এই মডেল ভোট কেন্দ্র কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন ৩০ জন ছাত্রী। মডেল ভোট কেন্দ্রে ইভিএম, ভিভিপ্যাট সহ আরো অনেক ভোটিং মেশিন ছিল। এছাড়াও সমস্ত দরকারি জিনিসপত্র উপস্থিত ছিল সেখানে। এই ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার হিসেবে রাখা হয়েছিল দ্বাদশ শ্রেণির কলা বিভাগের ছাত্রী শ্রেয়শীকে। সভাপতি এই পোস্ট পেয়ে সে অত্যন্ত খুশি। তারা সকলেই জানিয়েছে, অবশ্যই তারা ভোট দিতে পারবে না কিন্তু ভোট দিতে সবাই কে উৎসাহ দেওয়া টা অত্যন্ত প্রয়োজনীয়। এছাড়াও এই মডেল ভোটকেন্দ্রে সংবর্ধনা দেওয়া হয়েছিল ক্রীড়াবিদ পৌলমী ঘটক এবং অমূল্য বৈদ্যকে।