দলের অন্দরে ক্ষোভ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আঘাত, দুটি প্রশ্নবাণ কিভাবে উত্তরালেন অমিত?
মেদিনীপুরের জনসভা থেকে বক্তব্য রাখছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
ইতিমধ্যেই, ভারতীয় জনতা পার্টির সমস্ত আসনের জন্য পদপ্রার্থী ঘোষণা করা হয়ে গেছে। পার্টি নেতৃত্বের মধ্যে বেশ কয়েক জায়গায় ক্ষোভের সঞ্চার হয়েছে এই প্রার্থিতালিকা নিয়ে। এতদিন পর্যন্ত বিজেপির কেন্দ্রীয় স্তরের কোন নেতাকে এই নিয়ে মুখ খুলতে দেখা যায়নি। কিন্তু এবারে অমিত শাহ মেদিনীপুরের সভা থেকে এই প্রার্থী তালিকা নিয়ে বিজেপির অসন্তোষের কথা নিয়ে মুখ খুললেন। সরাসরি মুখে না আনলেও, আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিলেন তিনি অত্যন্ত আত্মবিশ্বাসী। "বিজেপি দলের প্রার্থীদের নাম ঘোষণা করার পরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় দলীয় কর্মী সমর্থকদের মধ্যে বিক্ষোভ দেখানো শুরু হয়েছে।" এই প্রশ্নের উত্তরে অমিত শাহ বললেন,"কোথাও কোনো ক্ষোভ থাকলে আমি সামলে নেব"
এছাড়াও এই দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন অমিত শাহ। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আরোগ্য কামনা করেছিলেন কিন্তু সেই নিয়ে তেমন ভাবে মুখ খোলেননি। মঙ্গলবার মেদিনীপুর এর এই জনসভায় অমিত শাহ বললেন, "এ ব্যাপারে আমি কোনো জবাব দেবো না। সমস্ত জবাব বাংলার জনতা দেবে।" প্রসঙ্গত উল্লেখ্য, কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের আরোগ্য কামনা করে তিনি কটাক্ষ করে মন্তব্য করেছেন, "দিদি কি ভাবে আঘাত পেয়েছেন তা ভগবানই জানে।"