মদ্যপ অবস্থায় হেডফোন লাগিয়ে বেপরোয়া গতিতে তিন খুদেকে ধাক্কা বাইকের, গুরুতর জখম ৩ জন
বাইক আরোহী তিন যুবকের মধ্যে এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন
সরস্বতী পূজার বিকেলে বেপয়োরা মত্ত বাইকের ধাক্কায় গুরুতর জখম হয়েছে ৩ শিশুসহ আরেকজন বাইক আরোহী। তারা বর্তমানে হাসপাতালে ভর্তি আছে। জানা গিয়েছে, গত মঙ্গলবার সরস্বতী পুজোর দিন বিকেলে ক্যানাল ইস্ট রোড দিয়ে বাইক নিয়ে যাচ্ছিল তিন যুবক। তাদের কানে হেডফোন থাকলেও দেখা মেলেনি হেলমেটের। প্রথমে তারা রাস্তায় মহিলাদের উদ্দেশ্যে কটুক্তি করেছিল। আর সেখানেই ঘোরাফেরা করছিল তিন খুদে। আচমকা বেপরোয়া গতিতে বাইক তিন খুদেকে ধাক্কা মারে। তারা রাস্তার ধারে ছিটকে পড়ে। তাদের মধ্যে একজন ছিটকে লরির সামনে চলে যায়। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। অভিযোগ উঠেছে, বাইকের তিন যুবকের প্রত্যেকেই মদ্যপ ছিল।
জানা গিয়েছে, তিনজনের মধ্যে এক খুদে জিতুর মাথায় গুরুতর চোট লেগেছে। বর্তমানে মৌলালির একটি নার্সিংহোমে ভর্তি আছে। অন্যদিকে আরেক খুদে জয়ের পায়ে গুরুতর চোট লেগেছে এবং তার একটি পা বাদ যেতে পারে। এছাড়া আকাশের কোমর ও পায়ের হাড় টুকরো টুকরো হয়ে গেছে। মানিকতলা থানা সূত্রে জানা গিয়েছে, বাইক আরোহী তিন যুবকের মধ্যে এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন। বাকি দুজনের সামান্য চোট লেগেছে। এখন পুলিশ বাইক আরোহীরা আদেও মদ্যপ ছিল বা বেপরোয়া গতিতে চালাচ্ছিল নাকি তা নিয়ে তদন্ত করছে।