নির্বাচনের জন্য ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে বাংলায়, শান্তিপূর্ণ ভোট চায় কমিশন
আগামী সপ্তাহে বাংলায় আরও ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছে যাবে
একুশে বিধানসভা নির্বাচন দোড়গোড়ায় এসে উপস্থিত হয়েছে। এই মুহূর্তে নির্বাচন কমিশনের প্রস্তুতি তুঙ্গে। আর কিছুদিনের মধ্যেই তারা বাংলায় ভোটের দিন ঘোষণা করে দেবে। তবে ভোটের দিন ঘোষণা করার আগেই পশ্চিমবঙ্গে আসছে কেন্দ্রীয় বাহিনী। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গিয়েছে যে আগামীকাল অর্থাৎ ২০ জানুয়ারী শনিবার বাংলায় ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে। এই বাহিনীতে মূলত সিআরপিএফ জওয়ানরা আছে। তারা এসে ব্যারাকপুর, বিধাননগর, বারুইপুর, ডায়মন্ড হারবার, হাওড়া, হুগলি, বাঁকুড়া, বীরভূম, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলাতে অবস্থান করবে। তাদের মধ্যে ৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আগামীকাল কলকাতা স্টেশনে এসে নামবে এবং বাকি ৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নামবে বর্ধমান স্টেশনে।
প্রসঙ্গত উল্লেখ্য, জানা গিয়েছে যে এবারে বিধানসভা নির্বাচনে ১০০০ কোম্পানী বা তার বেশি কেন্দ্রীয় বাহিনী বাংলায় আসতে পারে। গত লোকসভা নির্বাচনে ২০১৯ সালে ৭৪৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বাংলায় এসেছিল। এবারে করোনা ভাইরাস প্যানডেমিক পরিস্থিতিতে বুথের সংখ্যা ১ লাখ ১ হাজার ৭৯০ টি। এত বিপুল পরিমাণ বুথে ১০০০ কোম্পানি বাহিনী থাকা আবশ্যক বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তারা। এছাড়াও কিছুদিন আগে রাজ্য পুলিশ প্রশাসনের শীর্ষ আধিকারিক ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে বৈঠক করে গিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার সুনিল আরোরা। বৈঠকে তারা শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার কথা বলেছে। এই কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা নিরাপত্তার জন্য বাংলার স্পর্শকাতর এলাকাতে টইলদারি করবে। এছাড়া ভোটের দিন ঘোষণা হয়ে গেলে সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব তাদের হাতে চলে যাবে।