কৃষিকাজের মেশিন কেনার দায়ভার এবারে কৃষকদের ওপরেই অর্পণ করতে চলেছে অন্ধ্র সরকার
আগামী এপ্রিল মাস থেকেই এই কমিটির কাজ শুরু হওয়ার কথা ঘোষণা করা হয়েছে
অন্ধ্র প্রদেশের পূর্ব গোদাবরী জেলার জয়েন্ট কালেক্টর জি. লক্ষিষা বুধবার জানিয়ে দিলেন, ১০৯৪ টি সাধারণ কৃষকদের গ্রুপ এবারে এপ্রিল মাস থেকে একসাথে পূর্ণ দায়িত্বের সাথে রাইতু ভারোসা কেন্দ্রের মেশিনারি চালাবেন। প্রতিটি গ্রুপে থাকবেন ৫ জন করে কৃষক এবং তারাই সমস্ত কিছু নিয়ে দেখাশোনা করবেন। অন্ধ্রের কৃষি মন্ত্রী কে. কান্নবাবু জানালেন, ইনপুট কস্ট কমানোর জন্য রাজ্য সরকার একটি প্রকল্প নিয়ে এসেছে এই কৃষকদের জন্য। তাদের কৃষিকাজের বিভিন্ন জিনিস এবং যন্ত্র ধারে দেওয়া হবে এই নতুন আইনের পরে। লক্ষিশা এবং সেই দপ্তরের অনেকেই গতকাল কৃষিকাজের মেশিনপত্র বানানোর কোম্পানিগুলির সাথে কথা বললেন। আলোচনা হলো মেশিনের দাম এবং সেগুলির মডেল এবং কার্যকারিতা নিয়ে।
লক্ষিশার কথায়, "রাজ্যের রাইটু ভারসা কেন্দ্রের সঙ্গে এই ১০৯৪ টি কৃষকদের কমিটিকে যুক্ত করে দেওয়া হবে। প্রতিটি গ্রুপে ৫ জন করে কৃষক থাকবেন। সরকারের তরফে এই কমিটিকে আলাদা করে সাহায্য করবে। সরকার ৪০% সাবসিডি দেবে এই সমস্ত মেশিনের ওপর এবং লোন নেওয়ার সময়ে ৫০% এর গ্যারেন্টার সরকার নিজে হবে। এছাড়াও প্রতিটি কমিটি সর্বাধিক ১৫ লক্ষ টাকা পর্যন্ত মেশিনারি কিনতে পারবেন এবং যেই সমস্ত কৃষকদের এই মেশিন প্রয়োজন তাদের দিতে পারবেন। অন্ধ্রের মুখ্যমন্ত্রী ওয়াই. এস. জগনমোহন রেড্ডি এপ্রিল মাসেই এই প্রজেক্ট শুরু করবেন। তার আগে ২৫ মার্চের মধ্যে এই সমস্ত কমিটিকে রাইটু কেন্দ্রের সঙ্গে কানেক্ট করার কাজ শেষ করে দেওয়া হবে।"