Zomato ডেলিভারি বয় নির্দোষ, ডেলিভারিবয় কাণ্ডে মুখ খুললেন পরিণীতি
তিনি মনে করেন, ওই ব্যক্তি নিরপরাধ, এবং তদন্ত হোক এই মামলার
এবারে Zomato বয় কাণ্ডে মুখ খুললেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। তিনি এবারে জানালেন, "আমি বিশ্বাস করি, ডেলিভারি বয় নিরপরাধ এবং আমি চাই সমস্ত ঘটনা সঠিক ভাবে যাচাই করা দরকার। আমাকে দয়া করে জানান, আমি কিভাবে সাহায্য করতে পারি।" এই ডেলিভারি কান্ড নিয়ে বর্তমানে উত্তাল গোটা দেশ। গত ১০ মার্চ এই ঘটনা ঘটে। হিতেশা চন্দ্রনী নামের এক মহিলা দাবি করেন ওই ডেলিভারি বয় তাকে নাকে ঘুষি মেরে তার নাক ফাটিয়ে দেয়। তিনি জানিয়েছেন, ওই ডেলিভারি কর্মীর নাম হলো কামরাজ। ভিডিওতে দেখা যায়, ওই মহিলার নাক থেকে রক্ত পড়ছে। এবারে ওই কর্মীকে নিয়ে বিতর্ক শুরু হয় সারা দেশে।
এরপর আবার নতুন একটি তথ্য উঠে আসে তদন্তের পরে। ডেলিভারি বয় দাবি করেন, ওই মহিলা তাকে জুতো দিয়ে পেটাতে উদ্যত হন। জুতো পেটা থেকে বাঁচার জন্যই তিনি তার সাথে লড়াই করার জন্য প্রতিবাদ করেন এবং সেই মহিলার আংটি তার নাকে গিয়ে লাগে এবং তার রক্তপাত হতে শুরু হয়। কামরাজ কোনো আক্রমণ করেননি। অন্যদিকে, এই ঘটনার জেরে দুই ভাগ হয়ে গেছে নেট দুনিয়া। অনেকে আবার সমর্থন জানিয়েছেন চন্দ্রনি কে। আবার অনেকে কামরাজের বয়ানকে সমর্থন জানিয়েছেন। তার মধ্যেই এই ঘটনা নিয়ে মুখ খুললেন পরিণীতি। গতকাল রাতে তিনি টুইট করেছেন, "দয়া করে আপনারা সত্যিটা খুঁজে বের করার চেষ্টা করুন। আমি বিশ্বাস করি ওই ভদ্রলোক নির্দোষ। এবং ওই মহিলার শাস্তির ব্যবস্থা হোক। আমি যদি কোনোভাবে সাহায্য করতে পারি, তাহলে আমাকে জানান।"