রবিবার আসছে ভয়ানক ঘূর্ণিঝড় টাউকটে, রেড অ্যালার্ট জারি ৩ রাজ্যে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 14/05/2021   শেষ আপডেট: 14/05/2021 11:18 p.m.
টাউক্তে https://twitter.com/Indiametdept/status/1393145348772667397?s=20

মানব সুরক্ষার্থে তৈরি হয়েছে ইতিমধ্যে ৫৩টি টিম

এবারে বছরের প্রথম ঘূর্ণিঝড় আসতে চলেছে ভারতের পশ্চিম উপকূলের একটা বড়ো জায়গায়। আরব সাগরে তৈরি হওয়া এই নিম্নচাপ রবিবারের মধ্যে ঘূর্ণিঝড়ের আকারে ভারতবর্ষের দক্ষিণ এবং পশ্চিম উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের নাম রাখা হয়েছে টাউকটে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ভারতের দক্ষিণ পশ্চিম উপকূলের মহারাষ্ট্র, কেরালা এবং গুজরাটে ইতিমধ্যেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কেরালার বেশ কিছু জায়গায় ইতিমধ্যেই ভারী বৃষ্টি শুরু হয়ে গিয়েছে বলে খবর। তার পাশাপাশি শুক্রবার থেকে লাক্ষাদ্বীপ সহ বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দপ্তরের একজন অধিকর্তা জানিয়েছেন, আপাতত এই ঘূর্ণিঝড় অবস্থান করছে লাক্ষাদ্বীপ এর উপরে। রবিবারের মধ্যে কেরালার উপকূলে প্রবেশ করবে ভয়াবহ ঘূর্ণিঝড় টাউকটে।

এই ঝড়ের পূর্বাভাসে শুক্রবারে লাল সতর্কতা জারি করা হয়েছে কেরালার ৫ জায়গায়। অন্যদিকে রবিবার এবং সোমবার দক্ষিণ উপকূলে এই ঝড় আসার পরে মঙ্গলবার নাগাদ গুজরাট উপকূলে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। মুম্বাই, গোয়া এবং গুজরাটের এই ঝড়ের একটা বিশাল প্রভাব পড়তে চলেছে। সবথেকে বেশি প্রভাব পড়বে হয়তো গুজরাটে। গুজরাটের উপকূলে ইতিমধ্যেই মৎস্যজীবীদের সতর্ক করে দেওয়া হয়েছে যেন তারা আগামী পাঁচ থেকে ছয় দিন পর্যন্ত কোনো ভাবেই সমুদ্রমূখী না হয়। তার পাশাপাশি ৮০ কিলোমিটার পর্যন্ত সর্বাধিক গতি হতে পারে এই ঝড়ের। ইতিমধ্যেই ৫৩ টি টিমকে তৈরি করা হয়েছে। ২৪ টি টিম এলাকায় পৌঁছে গেছে। বাকি দল আছে স্ট্যান্ড বাইতে।