হিন্দু ধর্মকে অপমান এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে অশ্লীল মন্তব্য, গ্রেফতার মুম্বাইয়ের স্ট্যান্ড আপ কমেডিয়ান
ওই কৌতুক অভিনেতা মুনোয়ার ফারুকীর বিরুদ্ধে অভিযোগ, সে আগেও হিন্দু ধর্মকে তুচ্ছ তাচ্ছিল্য এবং ব্যঙ্গ করেছেন।
বর্ষবরণের রাতে মুম্বাইয়ের একজন স্ট্যান্ড আপ কমেডিয়ানকে শো চলাকালীন গ্রেপ্তার করেছে মধ্যপ্রদেশ পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্পর্কে অশ্লীল মন্তব্য এবং হিন্দু ধর্মকে অপমান করেছে সে। ঘটনাটি ইন্দোরের একটি ক্যাফেতে ঘটেছিল।
বর্ষবরণের রাতে ইন্দোরের জনপ্রিয় ফাইভ ডী এলাকাতে এই কমেডি শো আয়োজন করা হয়েছিল। ওই কমেডি শো এর প্রধান আকর্ষণ ছিলেন মুনোয়ার ফারুকী। স্পেশাল শো করার জন্য তাকে আমন্ত্রণ জানানো হলেও কিছুক্ষণের মধ্যেই বিজেপির কিছু সমর্থক ঐ শো বন্ধ করে দেন। তবে শুধু ফারুকী নন, আরও চারজনকে পুলিশ গ্রেপ্তার করে।
বিজেপির তরফ থেকে জানানো হয়েছে, "মুনোয়ার ফারুকী একজন অপরাধী। অতীতে আগেও অনেকবার সে হিন্দু ধর্মকে তুচ্ছ এবং ব্যঙ্গ করেছে। আমরা যখন এই অনুষ্ঠানটির সম্পর্কে জানতে পেরেছি তখন আমরা টিকিট কেটেছি। তবে এবারে শুধুমাত্র হিন্দু ধর্মকে অপমান করা নয়, সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে অশ্লীল মন্তব্য করেছে। এই কারণেই আমরা পুলিশে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছি।"