অর্থমন্ত্রীকে অসংসদীয় ভাষা প্রয়োগ সৌগত রায়ের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 15/09/2020   শেষ আপডেট: 15/09/2020 4:39 a.m.
Prof. Saugata Roy

বাদল অধিবেশনের প্রথমদিনই তৃণমূল - বিজেপি তরজা তুঙ্গে

৬ মাস পর খোলা সংসদে প্রথমদিনই "অসংসদীয়" ভাষা প্রয়োগের দায় চাপলো তৃণমূল সাংসদ সৌগত রায়ের উপর। কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে নির্মলা সীতারামন কে করা মন্তব্য এতটাই অসংসদীয় যে সভার দৈনিক কার্যবিবরণী থেকে সেটা বাদ দেওয়ার নির্দেশ দিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা।

জানা যাচ্ছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পোশাক নিয়ে মন্তব্য করে বসেন সৌগত রায়। আর বলার সাথে সাথেই সংসদে হট্টগোল শুরু করেন বিজেপি সাংসদরা। তাঁরা সৌগত রায়ের নিঃস্বার্থ ক্ষমা চাওয়ার দাবি করেন। যদিও সৌগত রায় মনে করছেন না তিনি অসংসদীয় কিছু বলেছেন বলে।