রাম মন্দিরের জন্য ১.১৫ লাখ স্কোয়ার ফিট জমি অযোধ্যায় কিনবে মন্দির কর্তৃপক্ষ
জমির বদলে দাবিমতো মূল্য বা জমির বদলে জমি দেওয়া হবে
মামলা জিতে যাওয়ার পর থেকে জোর কদমে শুরু হয়েছে অযোধ্যা রামমন্দির তৈরির কাজ। ইতিমধ্যে রাম মন্দিরের নকশা তৈরি হয়ে গেছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্দিরের ভীত পূজা সম্পন্ন করেছেন। এবার জানা গিয়েছে রাম মন্দিরের শ্রীরাম জন্মভূমি তীর্থকেন্দ্র খুব শীঘ্রই ১-১.৫ লাখ স্কোয়ার কিলোমিটার জমি কিনতে চলেছে যা প্রায় ২-৩ কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত হবে। এই জায়গায় পবিত্র রাম মন্দিরের ভক্তগণের থাকার ব্যবস্থা করা হবে। এছাড়াও এই জায়গাতে মন্দিরের সিকিউরিটি ফোর্স বা ট্রাস্ট অফিস তৈরি হবে। মন্দিরের ট্রাস্টি অনিল মিশ্র জানিয়েছেন যে রামকোট ও তেহারি বাজারে এই জমি কেনা হয়েছে। এই জমি কিনতে মোট খরচ হয়েছে ৮ কোটি টাকা।
এছাড়াও রাম মন্দিরের সংলগ্ন অঞ্চলের জমি কিনে নিতে চায় মন্দির কর্তৃপক্ষ। তারা এই জমিতে মন্দিরের বিস্তৃতি বাড়াবে। কিন্তু এই জমিতে অনেক মুসলিম পরিবার এবং কিছু মসজিদও আছে। জানা গিয়েছে এই জমির জন্য মন্দির কর্তৃপক্ষ জমির মালিকদের দাবিমতো টাকা দেবে বা জমির পরিবর্তে অন্য জমি দেবে। এছাড়া ইতিমধ্যেই মার্চের শুরুতে মন্দির কর্তৃপক্ষ মন্দিরের নিকটবর্তী ৭২৮৫ স্কোয়ার ফিট জমি কিনে নিয়েছে যাতে মন্দিরের আয়তন ৭০ একর থেকে বেড়ে ১০৭ একর হয়েছে। এই জমি কিনতে ট্রাস্টের তরফ থেকে খরচ করা হয়েছে ১ কোটি টাকা।