এতো প্রতিবাদের মধ্যেই রাজ্যসভায় পেশ কৃষি বিল
২৪৫ এর মধ্যে ১৩০ ভোট পাওয়ার আশায় বিজেপি
পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান সহ দেশের নানা প্রান্তে কৃষি বিল নিয়ে প্রতিবাদ তুঙ্গে। ধর্না, অবরোধ, হরতাল করে প্রতিবাদ জানাচ্ছেন চাষীরা। তার মাঝে রবিবার রাজ্যসভায় পেশ করা হলো কৃষি ক্ষেত্রে বিতর্কিত এই দুই বিল। বিরোধীদের অবিরাম প্রতিবাদ - হট্টগোলের মধ্যে বিল পেশ করে কেন্দ্রীয় কৃষি উন্নয়ন, কৃষক কল্যাণ ও খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর বললেন, "কৃষকদের নায্য দাম পাওয়ায় এটা কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না।"
আরও পড়ুন
সব বিরোধীরা এক সুরে বলছেন কৃষিক্ষেত্রে কর্পোরেট রাজ লাগু করার জন্য এই বিল আনা হচ্ছে। যদিও বিরোধীদের কথা ভাবাচ্ছে না সরকারকে। ২৪৫ জনের মধ্যে অন্তত ১৩০ জনের সহমতিতে এই বিল পাস হয়ে যাবে বলে আশাবাদী তারা।