সেনা জওয়ানদের দীপাবলির শুভেচ্ছা জানাতে জম্মুতে নরেন্দ্র মোদী

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 04/11/2021   শেষ আপডেট: 04/11/2021 12:58 p.m.
facebook.com/narendramodi/

দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

দেশজুড়ে খুশির আমেজ। পালিত হচ্ছে দীপাবলি। ইতিমধ্যেই দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ আরও অনেকেই। তবে শুধু শুভেচ্ছা বার্তা নয়, পাশাপাশি সীমান্তে মোতায়েন সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলির আনন্দ ভাগ করে নিতে জম্মু উপত্যকায় পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী।

এদিন কড়া নিরাপত্তা ছাড়াই দিল্লি থেকে জম্মুর বিমান ধরেন প্রধানমন্ত্রী। রাজৌরির সেনা হেড কোয়ার্টারে গিয়ে তিনি এরপর বক্তব্য রাখেন। বলেন, "জওয়ানদের বীরত্বে দেশ গর্বিত। আপনাদের জন্যই দেশবাসী শান্তিতে ঘুমতে পারে। আজ জওয়ানদের জন্য গোটা দেশ প্রদীপ জ্বালাবে।"

দীপাবলির আনন্দ ভাগ করে নিয়ে ইতিমধ্যেই শুভেচ্ছা জানিয়েছেন রাহুল গান্ধী। লেখেন, "ভেদাভেদ না রেখেই দীপাবলির আলো সকলের জীবন উজ্জ্বল করুক।"