"মমতা বন্দ্যোপাধ্যায় ইসলামিক সন্ত্রাসবাদী, ভোটে হেরে বাংলাদেশের শরণার্থী হবেন" : যোগীরাজ্যের মন্ত্রী
মৌলানা আজাদের পর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ভারতীয়ত্ব নিয়ে প্রশ্ন তুললেন আনন্দ স্বরূপ শুক্লা
বাংলার বিধানসভা নির্বাচনের আঁচ যে কত সুদূরপ্রসারী, তা আরও একবার টের পেল দেশবাসী। বঙ্গে ভোটের দিন ঘোষণাই হয়নি, এরই মাঝে বাংলার জননেত্রীর নামে বিতর্কিত মন্তব্য ধেয়ে এল উত্তরপ্রদেশের সাংসদ আনন্দ স্বরূপ শুক্লার তরফ থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি 'ইসলামিক জঙ্গি' বলে বক্রোক্তি করেন তিনি।
এক সর্বভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে যোগীরাজ্যের মন্ত্রীসভার সদস্য আনন্দ স্বরূপ শুক্লা এদিন বাংলার মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন উনি সর্বোতভাবে বাংলাদেশিতে পরিনত হয়েছেন এবং পুরোপুরি ইসলামিক জঙ্গিদের নির্দেশ অনুযায়ী কাজ করছেন। তার মতে, বাংলায় হিন্দু দেবতাদের অপমান করেন এবং হিন্দু মন্দির ধ্বংস করেন মমতা। এখানেই ক্ষান্ত থাকেননি আনন্দ, আরও বলেন দেশের মানুষের কাছে তিনি সবচেয়ে বড় বিপদ এবং আসন্ন নির্বাচনে হেরে বাংলাদেশের শরণার্থী শিবিরে আশ্রয় নেবেন। একইসাথে বলেন যে মুসলিম 'বন্দেমাতরম' ও 'ভারতমাতা কি জয়' , তাদের সন্মান দেওয়া হয়। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও মৌলানা আবুল কালাম আজাদের ভারতীয়ত্ব নিয়ে প্রশ্ন তুলে বিতর্কে জড়ান আনন্দ স্বরূপ শুক্লা।