যোগীরাজ্যে ধর্ষণ মামলা থেকে জামিন পাওয়ার পর নির্যাতিতার বাবাকে গুলি করে খুন, ব্যাপক চাঞ্চল্য অঞ্চলে
অভিযুক্তের কঠোরতম শাস্তি চায় নির্যাতিতার পরিবার
ফের যোগীরাজ্যের হাথরস খবরের শিরোনামে উঠে এল এক মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে। কিছুদিন আগে এক তরুণীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল এক ব্যক্তিকে। ওই ব্যক্তি জামিন পেয়ে নির্যাতিতা তরুণীর বাবাকে গুলি করে খুন করেছে এমনটায় অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, ২০১৮ সালে হাথরসের এক তরুণীর যৌন হেনস্থা করেছিল গৌরব শর্মা নামে এক ব্যক্তি। পুলিশ তাকে তখন গ্রেফতার করে এবং সে মাসখানেক জেল খাটার পর জামিনে মুক্ত হয়। ঘটনার জেরে গত সোমবার বিকেলে সাড়ে ৪ টে নাগাদ স্থানীয় এক মন্দিরে ওই ব্যক্তি ও তরুনীর পরিবারের মধ্যে বচসা শুরু হয়। সেই বচসা রূপান্তরিত হয় চরমে। আর তার জেরে অভিযুক্ত ব্যক্তি গৌরব, নির্যাতিতা তরুনীর বাবাকে গুলি করে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যেতে গেলে পথেই তার মৃত্যু হয়।
মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে হাথরস পুলিশের শীর্ষ অধিকারী বিনীত জয়সওয়াল বলেছেন, "তরুনীর বাবা গৌরবের বিরুদ্ধে তার মেয়েকে ধর্ষণ করার অভিযোগ এনেছিল ২০১৮ সালে। গৌরব জামিন পাওয়ার পর ওই দুই পরিবারের মধ্যে শত্রুতার আবহ সৃষ্টি হয়েছিল। দুই পরিবারের মধ্যে মাঝেমাঝেই বচসা হত। গত সোমবার আবার বচসার সময় গৌরব নির্যাতিতার বাবাকে গুলি করে। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে।" আবার হাথরসে মর্মান্তিক ঘটনার জেরে কাঠগড়ায় উঠেছে যোগী প্রশাসন। নির্যাতিতার পরিবার অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি করেছে।