ভারতে প্রত্যার্পন করা যাবে নীরব মোদিকে, নির্দেশ লন্ডন আদালতের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 25/02/2021   শেষ আপডেট: 25/02/2021 5:40 p.m.
-

নীরব মোদির বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার ঋণ প্রতারণার অভিযোগ আছে

ঋণ প্রতারণার দায়ে অভিযুক্ত হিরে ব্যবসায়ী নীরব মোদী ২০১৯ সালে লন্ডন থেকে গ্রেফতার হয়েছিল। তারপর থেকে সে আছে লন্ডনের ওয়াল্ডসওর্থ জেলে। আজ অর্থাৎ বৃহস্পতিবার লন্ডনের এক আদালত নীরব মোদীকে ভারতে প্রত্যার্পন করার অনুমতি দিয়েছে। এতদিন ধরে লন্ডনের আদালতে তাকে যাতে না ভারতে ফেরানো যায় এমন কেস চলছিল। কিন্তু আজ জেল থেকে ভিডিও কলে মামলার রায় জানতে পেরেছে সে। লন্ডনের আদালত তাকে ঋণ প্রতারণা ও ভারতের সাথে আর্থিক তছরুপের ভিত্তিতে তাকে ভারতে প্রত্যার্পণ করার নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক স্ক্যাম কেসে নীরব মোদি প্রায় ২ বিলিয়ন ডলার টাকার আর্থিক কেলেঙ্কারি করে।

এর আগে ২০১৯ সালের ১৯ মার্চ নীরব মোদী তার আর্থিক কেলেঙ্কারির জন্য ধরা পড়েন। তারপর থেকে বারংবার জামিন চাইলেও কোনটাই মঞ্জুর হয়নি। আসলে নীরব মোদির বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করেছিল সিবিআই ও ইডি। মাঝে নীরব মোদী আত্মহত্যার প্রবণতা দেখালেও তাতে লাভ তেমন কিছু হয়নি। এরপর আজ তাকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ দিয়ে দিয়েছে লন্ডনের আদালত। যদিওবা আদালতের নির্দেশকে এখন চ্যালেঞ্জ করতে পারবেন নীরব মোদী। সে ১৪ দিনের মধ্যে লন্ডনের আদালতে আবেদন করতে পারবে। তবে সেক্ষেত্রে লন্ডনের বিদেশ সচিবের অনুমতির প্রয়োজন বলে জানা গিয়েছে।