কার মদতে কৃষকরা এত হিংসাত্মক?
লালকেল্লার পতাকাকান্ডে মূল অভিযুক্ত বিজেপি ঘনিষ্ঠ পাঞ্জাবি গায়ক-অভিনেতা !
না, লালকেল্লার ভেতরে হুড়োহুড়ি করার বিন্দুমাত্র ইচ্ছা তাদের ছিল না যদিনা মদত থাকত পাঞ্জাবি গায়ক তথা অভিনেতা দীপ সিধুর, অভিযোগ করলেন ভারতীয় কিষাণ ইউনিয়নের প্রধান গুরুনাম সিং চারুনি। এই মিছিলে শুরু থেকেই সিধুর যোগদানের বিরোধিতা করেছেন কৃষকরা কারণ আন্দোলনকে হিংসাত্মক পথে চালিত করা তাদের মস্তিষ্কপ্রসূত নয়, নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন 'শিখস ফর জাস্টিস' সদস্য সিধুকেই দায়ী করে বলেন স্বরাজ ইন্ডিয়ার প্রধান যোগেন্দ্র যাদব। তিনি স্পষ্ট বলেন লালকেল্লার ঘটনা অত্যন্ত লজ্জার এবং আন্দোলন এতে বদনামের ভাগীদার হল অথচ এর সাথে তাদের আন্দোলনের কোনো যোগসূত্র নেই। একই সুরে অভিযোগ করেন পতাকা উত্তোলনকারী রবনীত সিং বিট্টুও।
তাহলে কে এই দীপ সিধু? জানা যায় দীপ একজন পাঞ্জাবি গায়ক-অভিনেতা ছাড়াও একজন বিজেপি ঘনিষ্ঠ। বিখ্যাত অভিনেতা তথা সাংসদ সানি দেওলের সাথেও যোগসূত্র আছে তার এবং বিগত লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় সরকারের হয়ে প্রচার করতেও লক্ষ্য করা যায় তাকে। তার বিরুদ্ধে হানা এই অভিযোগের উত্তরে তিনি ফেসবুক লাইভে এসে জানান নিশান সাহিবের পতাকা লালকেল্লায় লাগানোর অধিকার একপ্রকার গণতান্ত্রিক অধিকার, সেখান থেকে কখনোই ভারতীয় জাতীয় পতাকা সরানো হয়নি। আন্দোলনকারী কৃষকরা অবশ্য তদন্ত চেয়েছেন পুরো ঘটনার।