অবশেষে ভারতীয় পড়ুয়াদের ফেরাতে রাজি চিন, ঘোষণা চিনা বিদেশমন্ত্রকের
প্রায় ১২ হাজার ভারতীয় পড়ুয়া চিনে পড়াশোনা করতেন
দু'বছর পর ভারতীয় পড়ুয়াদের জন্য দেশের দরজা খুলছে চিন। করোনাকালে ভারতে ফিরে এসেছিল চিনে পাঠরত পড়ুয়ারা। তারপর করোনা স্তিমিত হলেও ভারতীয় পড়ুয়াদের ফেরাতে রাজি হচ্ছিল না চিন। তবে আজ চিনের তরফে জারি বিবৃতিতে স্পষ্ট ঘোষিত হয়েছে যে এবার কিছুসংখ্যক ভারতীয় পড়ুয়া চিনে গিয়ে কলেজ-বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠন শুরু করতে পারবেন।
চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "ভারতীয় পড়ুয়াদের অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে চিন। আমরা চাই তাঁরা চিনে ফিরে আসুন। এখানে থেকেই পড়াশোনা করুন। কীভাবে ভারতীয় ছাত্রদের চিনে ফিরিয়ে আনা যেতে পারে, ইতিমধ্যেই সেই পদ্ধতি ভারতকে জানিয়েছি আমরা।" লিজিয়ানের মতে, অন্যান্য দেশের পড়ুয়ারা চিনে ফিরে এসেছে, তাঁদের প্রতিক্রিয়া জেনে নিয়ে ভারতীয় পড়ুয়ারা নিজেদের আগ্রহের কথা সরাসরি জানাতে পারে।
প্রসঙ্গত উল্লেখ্য, প্রায় ১২ হাজার ভারতীয় পড়ুয়া চিনে পড়াশোনা করত। অথচ করোনা স্তিমিত হলেও অফলাইন ক্লাসে যোগ দিতে পারেনি তাঁরা। ফলত পড়াশোনায় ক্ষতির মুখে পড়তে হচ্ছিল তাঁদেরকে। অন্যদিকে, কিছুদিন আগেই চিনা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে প্রশ্ন তুলেছে ইউজিসি। অনলাইন পাঠক্রমের ডিগ্রি ভারতে মান্যতা পাবে না এমনই ঘোষনা করেছিল ইউজিসি। একই সময় চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে ভারতের বিদেশমন্ত্রীর বৈঠকে উঠে আসে এই প্রসঙ্গ। তারপরই শেষমেষ ভারতের চাপে পড়ে ভারতীয় পড়ুয়াদের বিষয়ে সদর্থক পদক্ষেপ গ্রহণ করল চিন।