আগামী মার্চ থেকে শুরু হবে ৫০ এর বেশি বয়সীদের টিকাকরণ, ঘোষণা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর
গত ১৩ ফেব্রুয়ারি এই ভ্যাকসিন এর দ্বিতীয় ডোজ দেওয়া শুরু করা হয়েছিল
স্বাস্থ্যকর্মীরা তাদের করোনা ভ্যাকসিন এর দ্বিতীয় ডোজ পেতে শুরু করেছেন কিছুদিন আগে থেকেই। তার মধ্যেই সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন ঘোষণা করে দিলেন মার্চ মাস থেকে তাদের টিকাকরন শুরু হবে যাদের বয়স ৫০ এর বেশি। সাংবাদিক বৈঠকে তিনি বললেন, "আগামী ২-৩ সপ্তাহে ৫০ বছরের বেশি বয়সের মানুষের যাদের কো - মর্বিডিটি আছে তাদের ভ্যাকসিন দেওয়া শুরু হবে।"
লোক সভাতেও স্বাস্থ্য মন্ত্রী এরকম ঘোষণাই করেছিলেন। তিনি জানিয়েছিলেন, এই ভ্যাকসিনেশন এর তৃতীয় পর্যায়ে শুরু হবে আগামী মার্চ থেকে। আর সেখানে অংশ নেবেন ৫০বছরের বেশি বয়সের মানুষ। আপাতত ভারতের কাছে দুটো ভ্যাকসিন আছে মানুষকে দেওয়ার জন্য। একটি হলো সেরাম ইনস্টিটিউট এর কোভি শিল্ড। আর দ্বিতীয়টি হলো ভারত বায়োটেকের কো ভ্যাকসিন। গত ১৩ ফেব্রুয়ারি এই ভ্যাকসিন এর দ্বিতীয় ডোজ দেওয়া শুরু করা হয়েছিল। হর্ষ বর্ধন আরো জানিয়েছেন, "ভারত আর ২০-২৫ টি আলাদা দেশকে ভ্যাকসিন প্রধান করবে। প্রত্যেকটি ভ্যাকসিন বর্তমানে সুরক্ষিত এবং কার্যকরী।"