করোনার নতুন স্ট্রেন সংক্রমণ রুখতে ১০ টি রাজ্যে স্পেশাল টিম কেন্দ্র সরকারের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 24/02/2021   শেষ আপডেট: 24/02/2021 6:57 p.m.

মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, কেরালা ও পাঞ্জাব সহ একাধিক রাজ্যে কেন্দ্রের স্পেশাল টিম পৌঁছে গিয়েছে

গত বছরের মার্চ মাস থেকে করোনা ভাইরাস প্যানডেমিক রীতিমতো বিশ্ববাসীর জীবন দুর্বিষহ করে রেখেছে। নতুন বছরের শুরুতে দেশজুড়ে করোনার প্রকোপ কিছুটা কমলেও তা এখনো নির্মূল হয়নি। বর্তমানে করোনা ভাইরাসের নতুন স্ট্রেন আবারও ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে। দেশের কয়েকটি রাজ্য যেমন মহারাষ্ট্র, কেরালা, ছত্রিশগড়, মধ্যপ্রদেশ, গুজরাট, পাঞ্জাব, কর্ণাটক, তামিলনাডু, পশ্চিমবঙ্গ ও জম্মু-কাশ্মীরে এই নতুন স্ট্রেন অনেক বেশি পরিমাণে সংক্রমিত হচ্ছে। তাই আগে থাকতেই এবার কেন্দ্রীয় সরকার একটি টিম গঠন করেছে যা করোনার নতুন স্ট্রেন সংক্রমণকে নিয়ন্ত্রণ করার কাজে লেগে পরেছে। সম্প্রতি কিছুদিনে উল্লিখিত রাজ্যগুলিতে করোনা ভাইরাস কেস নিয়মিত বৃদ্ধি পাওয়ায় কেন্দ্র সরকার আগে থাকতেই ব্যবস্থা নিতে উদ্যোগী হয়েছে।

আজ অর্থাৎ বুধবার স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে ইতিমধ্যেই কেন্দ্র সরকারের স্পেশাল মোকাবিলা টিম রাজ্যগুলিতে পৌঁছে গিয়েছে। তারা রাজ্য সরকারের স্বাস্থ্যবিভাগের সাথে কাজ করে প্রতিনিয়ত কেস সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণ খুঁজে বার করবে। কেন্দ্র সরকারের পক্ষ থেকে রাজ্য সরকারকে নির্দেশ দেয়া হয়েছে যাতে তারা এই স্পেশাল টিমকে সব রকম সাহায্য এবং সুযোগ সুবিধা প্রদান করে। প্রসঙ্গত উল্লেখ্য, গোটা দেশে শেষ ২৪ ঘন্টায় ১৩৭৪২ নতুন করোনা কেস ধরা পড়েছে এবং ১৪০৩৭ জন করোনা থেকে সুস্থ হয়েছে। কেন্দ্র সরকারের রিপোর্ট অনুযায়ী পুরো দেশের মধ্যে উল্লিখিত ৬ রাজ্য থেকে মোট ৮১.৬ শতাংশ নতুন কেস ধরা পড়ছে। গত ২৪ ঘন্টায় গোটা দেশে ১০৪ জনের মৃত্যু হয়েছে যার মধ্যে মহারাষ্ট্রে এর সংখ্যা ৫১।