ওলা উবের সহ সব অ্যাপ ক্যাবের সার্জ প্রাইসের ঊর্ধ্বসীমা বেঁধে দিল কেন্দ্রীয় সরকার
আমজনতার জন্য খানিক স্বস্তির খবর— ড্রাইভারদের জন্যও ঘোষণা
ভারতে অ্যাপ ক্যাব সার্ভিস নিয়ে নির্দেশিকা জারি করলো কেন্দ্রীয় সরকার। নির্দেশিকা অনুযায়ী কোনো সংস্থা সার্জ প্রাইস হিসাবে বেস প্রাইসের দেড় গুণের বেশি টাকা দাবি করতে পারবে না। সার্জ প্রাইসের এই ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়ায় আমজনতার খানিক সুরাহা হবে বলে আশা।
আরও পড়ুন
এছাড়াও এই নির্দেশিকা মতে, এখন থেকে সংস্থাগুলি ২০ শতাংশ করে কমিশন রাখতে পারবে একটা রাইডে। অর্থাৎ ড্রাইভাররা পাবেন ৮০ শতাংশ। একইসাথে অ্যাপ সংস্থা কোনো ড্রাইভারকে দিনে ১২ ঘণ্টার বেশি খাটাতে পারবে না এবং প্রতি ড্রাইভারকে বীমা করিয়ে দিতে বাধ্য থাকবে।