"ভয় পেয়েছে বিজেপি" ত্রিপুরায় গিয়ে কটাক্ষ যুব তৃণমূল নেত্রী সায়নী ঘোষের
ত্রিপুরা সফরে গিয়ে বিপ্লব দেবের সরকারের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ সায়নী ঘোষের
ত্রিপুরায় (Tripura) বারবার তৃণমূল কংগ্রেসের (TMC) সাংসদ ও নেতাদের কাজ করতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এমনকী তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপর চরম দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে বিপ্লব দেবের প্রশাসনের বিরুদ্ধে। এবার তৃণমূল কংগ্রেসের যুবনেত্রী সায়নী ঘোষ (Saayoni Ghosh) অভিযোগ করলেন এমনই এক চাঞ্চল্যকর অভিযোগ। ক্ষুব্ধ নেত্রী টুইটারে বলেছেন, "ত্রিপুরায় নামী হোটেলে ইচ্ছাকৃতভাবে আড়াই ঘন্টার বেশি পাওয়ার কাট করে রাখা হয়েছে। আমাদের মিটিং করতে দেওয়া হচ্ছে না। এমনকী হোটেল কর্মীরা আমাদের একসঙ্গে কথা বলতে বাধা দেয়। সরাসরি জানিয়ে দেয় এখানে রাজনীতি নিয়ে কোন আলোচনা হবে না।"
উল্লেখ্য, ত্রিপুরায় গত কয়েক দিনে অসংখ্য তৃণমূল কংগ্রেসের নেতা-নেত্রীদের আক্রান্ত হওয়ার অভিযোগ উঠেছে। তৃণমূল কংগ্রেসের যুব নেতৃত্ব দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা, জয়া দত্তের আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে। এমনকী তাঁদের গ্রেফতার করা হয়েছিল। তারপরও তৃণমূল কংগ্রেস থেমে না থেকে বারবার ত্রিপুরা গিয়েছেন। ইতিমধ্যেই ত্রিপুরায় 'খেলা হবে' দিবস পালিত হয়েছে। সব মিলিয়ে ত্রিপুরার শাসক দলের বাধা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস সেখানকার জমি শক্ত করতে উঠেপড়ে লেগেছে। এবার ত্রিপুরায় যুব সমাজকে উৎসাহিত করতে এবং দলের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সেখানে গিয়েছেন যুব তৃণমূল কংগ্রেসের নেত্রী সায়নী ঘোষ। কিন্তু সেখানে গিয়েই বারবার বাধার মুখোমুখি হতে হচ্ছে বলে সরাসরি ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।
যুব তৃণমূল নেত্রী সায়নী ঘোষ এদিন অভিযোগ করেছেন, "আলোচনা তো বহু দূরের কথা, চার-পাঁচজন একসঙ্গে খেতে গেলেও খেতে দেওয়া হচ্ছে না। কথা বলতে দেওয়া হচ্ছে না। খাবারের অর্ডার নিয়ে বাতিল করে দেওয়া হচ্ছে। কোন আলোচনা শুরু করলেই বিজেপির চর এসে আড়ি পাতছে।" 'অতিথি দেব ভবঃ' কথাটি বিপ্লব দেবের রাজ্যে চলে না বলেও তিনি অভিযোগ করেছেন। রাজ্যে চরম অরাজক পরিস্থিতি চলছে। তিনি টুইটে উল্লেখ করেছেন, "অথরিটি বলছেন, বুঝতেই তো পারছেন ম্যাম। বিজেপি ভয় পেয়েছে।" অন্যান্য তৃণমূল কংগ্রেসের সাংসদ ও নেতাদের মতোই যুবনেত্রী সায়নী ঘোষও ত্রিপুরার বিপ্লব দেবের সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন।