দলের প্রসারের স্বার্থে দেশজুড়ে '১০০ দিনের প্রকল্প' জে পি নাড্ডা-র
২০২৪ সালের লোকসভা ভোটের প্রস্তুতি এখন থেকেই? সফর সূচিতে সবার আগে পশ্চিমবঙ্গ?
ভোটে বাকি ৪ বছর। কিন্তু প্রস্তুতি এখন থেকেই। বিজেপি ব্যস্ত দেশজুড়ে নিজেদের বিস্তৃতি আরও বাড়াতে। সেই লক্ষ্যেই সারাদেশব্যাপি ১০০ দিনের সফরের পরিকল্পনা করছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এখনই দিনক্ষণ বা সফরসূচি ঠিক না হলেও পশ্চিমবঙ্গ, আসাম সহ যেখানে পরের বছর বিধানসভা নির্বাচন সেখানে নাড্ডা আগে যাবেন বলে অনুমান করা হচ্ছে। সব ঠিক থাকলে এই '১০০ দিনের প্রকল্প' পশ্চিমবঙ্গ থেকেই শুরু হওয়ার কথা।
প্রাথমিকভাবে নাড্ডার সফরকে তিনটি লক্ষ্যে ভাগ করা যাচ্ছে। প্রথমত, যেখানে এইমুহূর্তে বিধানসভা ভোট আছে সেখানে দলের শক্তি বৃদ্ধি এবং ভোটের জন্য জোটসঙ্গী খোঁজা। দ্বিতীয়ত, যেখানে এইমুহূর্তে ভোট নেই সেখানে দলের সংগঠনকে মজবুত করা। আর তৃতীয়ত, যেসব রাজ্যে ইতিমধ্যেই বিজেপির সরকার আছে সেখানে দলের ভাবমূর্তি স্বচ্ছ করা। আর এই সবটাই পরিকল্পনা করা হচ্ছে ২০২৪ কে মাথায় রেখেই। আর তাই এই ১০০ দিনে সাধারণ মানুষের থেকেও দলীয় নেতাদের সাথে সংযোগকে গুরুত্ব দেওয়া হচ্ছে।