বালাকোট সাফল্যের দুই বছরের বর্ষপূর্তিতে উঠে এলো অজানা তথ্য

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 27/02/2021   শেষ আপডেট: 27/02/2021 6:36 a.m.
ভারতীয় সেনা instagram @crpf_india

পুলওয়ামা হামলার ১২ দিনের মাথায় ২০১৯ এর ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানকে পাল্টা জবাব দিয়েছিল ভারত।

পুলওয়ামা হামলার ১২ দিনের মাথায় ২০১৯ এর ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানকে পাল্টা জবাব দিয়েছিল ভারত। সেই দিনের পর কেটে গিয়েছে দুটি বছর। এই বিমান হানার দুই বছরের পূর্তিতে পুলওয়ামা শহীদদের স্মরণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি তিনি ভারতের বায়ুসেনাকে কুর্নিশ জানিয়েছেন। তার সঙ্গে নরেন্দ্র মোদি নেতৃত্বে ভারত এবং ভারতের সেনাদের নিরাপত্তা যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা তিনি জানিয়ে দিলেন আজকে আবারো। ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি তারিখে পুলওয়ামাতে জইশ-ই-মোহাম্মদ জঙ্গী গোষ্ঠীর কার্যকলাপে ৪০ জন সেনা জওয়ান নিহত হন। এই ঘটনার বদলা নিতে বালাকোটে বিমান হামলা চালায় ভারতীয় সেনা।

ভোর পৌনে চারটে নাগাদ বালাকোটে বোমাবর্ষণ এরপর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল কে বায়ু সেনার প্রধান বিএস ধানোয়া সাংকেতিক বার্তার মাধ্যমে লিখে পাঠিয়েছিলেন "বাঁদর খতম"। তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ এবং গোয়েন্দা সংস্থার সচিব কে তিনি একই বার্তা পাঠিয়েছিলেন। সঙ্গে সঙ্গেই সেই বার্তা পৌঁছে যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে। এই নামকরণের পিছনে সবথেকে বড় কারণ ছিল পাকিস্তানের গোয়েন্দা বাহিনীকে বোকা বানানো। যদি বাঁদরকে মারার পরিকল্পনা করা হতো তাহলে পাকিস্তান গোয়েন্দা সংস্থা ভাবতো জৈশ প্রধান মাসুদ আজহারের কথা বলা হচ্ছে। পাকিস্তানকে বিভ্রান্ত করার জন্যই এই রকম নামকরণ করা হয়েছে বলে জানা গিয়েছে এবং এই পরিকল্পনার দারুণ কার্যকর হয়েছিল। যখন বোমাবর্ষণ করা হচ্ছিল বালাকোটে, তখন পাকিস্তান সেনার কোন বিমান ধারেকাছেও দিয়েছিল না। ফলে, সম্পূর্ণ বিষয়টি দারুণভাবে সামলানো গিয়েছিল।