ভারতে উৎপাদিত ভ্যাকসিন এক প্রকার সম্পদ যার গুরুত্ব অনুধাবন করবে সারা বিশ্ব : রাষ্ট্রসঙ্ঘ মহাসচিব

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 29/01/2021   শেষ আপডেট: 29/01/2021 12:17 p.m.
অ্যান্টোনিও গুটেরাস ~ Twitter

বিনা শর্তে দেশে দেশে টিকা পৌঁছে দেওয়ায় ভারতকে নিয়ে উচ্ছ্বসিত রাষ্ট্রসঙ্ঘ

ভারতে ইতিমধ্যেই শুরু হয়েছে অক্সফোর্ড ফর্মুলার কোভিশিল্ড ও দেশীয় কোভ্যাক্সিন টিকাদান। দেশ ছাড়িয়ে এই টিকা পৌঁছে গেছে প্রতিবেশী দেশ বাংলাদেশ, নেপাল, ভূটান, মায়ানমার, মালদ্বীপ সহ ব্রাজিল, মরোক্কো, দক্ষিণ আফ্রিকাতেও। আর বিনা শর্তে ভারতের এই দানে শুভেচ্ছা ও সম্প্রীতির বার্তা এসেছে সারা দুনিয়া থেকে। এবার রাষ্ট্রসঙ্ঘের প্রধান অ্যান্টোনিও গুটেরাস এক সাংবাদিক সম্মেলনে ভারতের এই মহানুভবতার উল্লেখ করলেন। ভারতে বিপুল পরিমাণে তেরি ও মজুত হয়েছে করোনা ভ্যাকসিন এবং সমগ্র বিশ্বের চাহিদা মেটানোর ক্ষমতা রয়েছে ভারতীয় বিজ্ঞানীদের কাছে। তাদের সাথেও নিয়মিত যোগাযোগ আছে ভারতের। তারা আশা রেখেছেন ভারতে তৈরি এই টিকা সম্পদের গুরুত্ব সারা বিশ্ব অনুধাবন করতে পারবে।

রাষ্ট্রসংঘের মহাসচিব গুটেরাস এদিন আরও বলেন এই জীবনদায়ী ভ্যাকসিন সারা বিশ্বের প্রয়োজন। সেই স্বার্থে এগিয়ে আসতে হবে সব দেশকে। ভারতের মতোই নিঃশর্তে দেশে দেশে চাহিদা অনুযায়ী টিকা পৌঁছে দিতে হবে প্রতিটি দেশকে। আর এই টিকা-সমবন্টনের লক্ষ্যে প্রতিটি দেশকে লাইসেন্স দেওয়ার জন্য ইতিমধ্যেই আবেদন করেছে রাষ্ট্রসঙ্ঘ। ওমান ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশগুলিতেও টিকা পাঠাবে ভারত। এমনকি রাষ্ট্রসঙ্ঘের কর্মীদের পাঠানোর জন্যও দশ লক্ষ টিকা বরাদ্দ করছে ভারত সরকার, এমনটাই সূত্রের খবর।