সোনাজয়ী পিস্তল শুটার মানু ভাকারকে হেনস্থা, কাঠগড়ায় এয়ার ইন্ডিয়া কর্মী
অভিযোগ যে এক এয়ার ইন্ডিয়া কর্মী ১০,২০০ টাকা ঘুষ চায়
এবার যাত্রী হেনস্তার জন্য কাঠগড়ায় উঠলো এয়ার ইন্ডিয়া। আজ এয়ার ইন্ডিয়ার দুই কর্মী কমনওয়েলথ গেমসে সোনাজয়ী পিস্তল শুটার মানু ভাকারকে হেনস্থা করেছে। জানা গিয়েছে, গত শুক্রবার পিস্তল শুটার মানু ভাকার ভোপাল থেকে দিল্লি যাওয়ার জন্য এয়ার ইন্ডিয়ার বিমানের সিট বুক করেছিল। কিন্তু DGCA অনুমতি থাকা সত্ত্বেও বিমানের নিজের বন্দুক গুলি নিয়ে উঠতে বাধা দেয় এয়ার ইন্ডিয়া কর্মীরা। দীর্ঘক্ষন বোঝানোর পরেও তাঁদেরকে বিমানে উঠতে দেওয়া হয়নি। শেষপর্যন্ত বিতর্ক কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু অবধি পৌঁছায়। তার মধ্যস্থতায় শেষ পর্যন্ত বিমানে চড়তে পারেন মানু। এতকিছুর পর এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ তার কাছে ক্ষমা চেয়ে নেয়।
আসলে গত শুক্রবার বিমানে ওঠার সময় তার পিস্তল দেখে তাকে বাধা দেন এয়ার ইন্ডিয়া কর্মী মনোজ গুপ্ত ও এক নিরাপত্তা কর্মী। মানু তাকে ডিজিসিএ অনুমতি পত্র দেখালেও সে মানতে রাজি হয়নি। এমনকি অভিযোগ উঠেছে সে তখনই বিমানে উঠতে দেবে যদি মানু ১০ হাজার ২০০ টাকা দেয়। এমনকি তার কিছু ছবি তোলায় সে ফোন কেড়ে নিয়ে বেশকিছু ছবি ডিলিট করে দেয়। অবশ্য পরবর্তীতে মানু ভাকার পুরো ঘটনা বৃত্তান্ত তার টুইটারে পোস্ট করেন। সোনাজয়ী এই অ্যাথলিট আধিকারিকদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি করেছে।