আহমেদাবাদ বিস্ফোরণ ২০০৮, সাড়ে তেরো বছর পর ৩৮ জনকে মৃত্যুদণ্ড শোনাল আদালত

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 18/02/2022   শেষ আপডেট: 18/02/2022 12:26 p.m.
ফাঁসি @pixabey

বাকি ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে আদালত

২০০৮ সালের ২৬ জুলাই গুজরাটের আহমেদাবাদে (Ahmedabad Blast) ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণের রায়দান দিল গুজরাটের বিশেষ আদালত। আদালতের রায়ে ৪৯ জন দোষীর মধ্যে ৩৮ জনেরই কপালে জুটেছে মৃত্যুদণ্ডের (death penalty) সাজা। বাকি ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে আদালত।

২০০৮ সালের সেদিন পরপর ২০ টি বিস্ফোরণ ঘটেছিল আহমেদাবাদের একাধিক জায়গায়। মাত্র ১ ঘণ্টার মধ্যে ঘটে যাওয়া সেই বিস্ফোরণে প্রাণ হারিয়েছিলেন ৫৬ জন। বিস্ফোরণে জখম হন প্রায় ২৫০ জন। পরে ধারাবাহিক বিস্ফোরণের দায় স্বীকার করে নেয় জঙ্গিগোষ্ঠী হরকত-উল-জিন্দাহ-আল-ইসলামি।

যদিও পরে তদন্ত চলাকালীন জানা যায়, শুধু আহমেদাবাদেই নয়, সুরাটেও ৪০ টিরও বেশি বিস্ফোরণ ঘটানোর ছক কষেছিল জঙ্গিরা। তবে প্রজুক্তিগত ত্রুটির কারনে সেই ছক ভেস্তে যায়। সে সময় বিস্ফোরণ মামলায় ৭৭ জনকে অভিযুক্ত হিসাবে চিহ্নিত করা হয়। যদিও পরে ২৮ জনকে বেকসুর খালাস করে দিয়ে বাকি ৪৯ জনকে দোষী সাব্যস্ত করে আদালত। সেসময় জেলের মাটি খুঁড়ে পালাতে গিয়ে ধরাও পরে যায় বেশ কিছু আসামী।

অবশেষে বিশেষ আদালতের ঐতিহাসিক রায়ের মাধ্যমে অন্ত হল সেই মামলার। আজ বিস্ফোরণকাণ্ডে ৪৯ জন দোষীর মধ্যে ৩৮ জনকেই মৃত্যুদণ্ডে দণ্ডিত করল আদালত। বাকিদের যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।