নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল যাত্রীবোঝাই বাস, মৃত ৭
অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলার ঘটনা, বিয়েবাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল এই যাত্রীবোঝাই বাসটি
চালকের গাফিলতির কারণে ভয়াবহ বাস দুর্ঘটনার (Bus Accident) সাক্ষী থাকল জনতা। শেষ পাওয়া খবর অনুযায়ী, ৭ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন অন্তত ৪৫ জন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা অতি আশঙ্কাজনক। আহতদের স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। গোটা ঘটনায় এলাকায় শোকের ছায়া।
ঘটনাটি অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) চিত্তুর জেলার ভাকারাপেট এলাকার। চালকের গাফিলতির কারণে শনিবার রাত সাড়ে এগারোটা নাগাদ একটি গিরিখাতে পড়ে যায় বাসটি। ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত ৪৫ জন। ঘটনাস্থল থেকে তিরুপতি মাত্র ২৫ কিলোমিটার। তিরুপতি পুলিশ সূত্রে খবর, চালকের গাফিলতির কারণে বাসটি খাদে পড়ে যায়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
সূত্রের খবর, ৫২ জন নিয়ে একটি প্রাইভেট বাস বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। সে রাজ্যের অনন্তপুর জেলার ধর্মভরম এলাকা থেকে পার্শ্ববর্তী চিত্তুর জেলার নাগরির উদ্দেশ্যে যাচ্ছিল বাসটি। যাত্রাপথে অদুপুতাপ্পি উপত্যকা অঞ্চলে খাদে পড়ে যায়। খবর যেতেই ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। উদ্ধারকারী দল কয়েক ঘন্টার চেষ্টায় উদ্ধার কার্য শেষ করে। আলোর অভাবে উদ্ধার কার্যে ব্যাঘাত ঘটে।