প্রধানমন্ত্রী আবাস যোজনায় ২ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে, অভিযোগ সিবিআই এর

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 25/03/2021   শেষ আপডেট: 25/03/2021 2:33 p.m.
প্রধানমন্ত্রী আবাস যোজনা twitter.com/PMAY_MP

এই মর্মে তারা বুধবার মামলা দায়ের করেছে

বুধবার একটি চাঞ্চল্যকর দাবি নিয়ে হাজির হল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। প্রধানমন্ত্রী আবাস যোজনার আড়ালে ২ হাজার কোটি টাকা মূল্যের দুর্নীতি করা হয়েছে। এই মর্মে তারা বুধবার মামলা দায়ের করেছে। সিবিআই জানাচ্ছে, দিওয়ান হাউসিং ফিনান্স লিমিটেডের প্রোমোটার কপিল এবং ধীরাজ এই দুর্নীতির মধ্যে রয়েছেন। যদিও তারা ইতিমধ্যেই দুটি মামলার জন্য জেলে রয়েছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনায় নির্ণয় এবং মধ্যবিত্ত আয়ের মানুষদের জন্য গৃহ ঋণ দেওয়ার প্রকল্প ছিল।। সেই প্রকল্পে ডি এইচ এফ এল এর মতো সংস্থার মাধ্যমে ভর্তুকির টাকা পৌঁছে দেওয়া হতো গ্রাহকদের কাছে। সিবিআই অভিযোগ জানিয়েছে,বেশ কয়েক হাজার ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে সেই ভর্তুকির টাকা সম্পূর্ণ আত্মসাৎ করেছে ডি এইচ এফ এল।

প্রধানমন্ত্রী আবাস যোজনা চালু হয়েছিল ২০১৫ সালে। সিবিআই বলছে, ২০১৮ এর জুন মাসে ৮৮ হাজার এর বেশি ঋণের আবেদন মঞ্জুর করা হয়। এর মাধ্যমে ১৪ হাজার কোটি টাকা ঋণ নেওয়া হয়েছিল এবং সুদের ভর্তুকি বাবদ সরকারের কাছ থেকে ১ হাজার ৮৮০ কোটি টাকা দাবি করা হয়েছিল। তদন্তে নেমে একের পর এক ব্যাংক একাউন্টের খোঁজ মিলছে থাকে।। জানা যায় এই সমস্ত ঋণের টাকা ডিএইচএফএল এর বান্দ্রা শাখার নামে তোলা হয়েছে। বাস্তবে এই ধরনের কোন শাখা অস্তিত্ব নেই।