মোদি সরকারের উজ্জ্বলা যোজনার আওতায় আরও ১ কোটি মানুষ বিনামূল্যে পাবে এলপিজি কানেকশন

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 01/03/2021   শেষ আপডেট: 01/03/2021 6:13 a.m.

গ্যাসের সাবসিডি নিতে সাধারণভাবে ১৬০০ টাকা খরচ করতে হয় গ্রাহকদের

মোদি সরকার বিনামূল্যে এলপিজি গ্যাস কানেকশন দেওয়ার প্রকল্প শুরু করেছিল যা আন্তর্জাতিক মহলে যথেষ্ট প্রশংসা পেয়েছে। এই প্রকল্প ঘরের বায়ু দূষণ ও মহিলাদের স্বাস্থ্যের কথা ভেবে চালু করেছে সরকার। এবার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী ২ বছরে আরও ১ কোটি মানুষের বাড়িতে এলপিজি গ্যাস কানেকশন দেওয়া হবে। এই প্রসঙ্গে ওয়েল সেক্রেটারি তরুণ কাপুর বলেছেন যে এই গ্যাস কানেকশন পেতে ন্যূনতম একটি সরকারি পরিচয়পত্র ছাড়া আর কিছু লাগবে না। এমনকি এবার রেসিডেন্স প্রুফ দেওয়ার কোন দরকার নেই। এছাড়াও তিনি আরো জানিয়েছেন যে এবার গ্রাহকরা একাধিক ডিলারের থেকে গ্যাস পাবে। এতদিন অব্দি একজন ডিলার একটি অঞ্চলে গ্যাস সিলিন্ডার দিত। কিন্তু এবার আর সেরকম কোনো বাধ্যবাধকতা থাকবে না। এরফলে বছরের যে কোন সময় গ্রাহকরা তাদের গ্যাস সিলিন্ডার পাবে।

প্রসঙ্গত, চলতি বছরের বাজেটের সময় প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে আরও ১ কোটি বাড়িতে গ্যাসের লাইন পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়েছিল। এই গ্যাসের সাবসিডি নিতে সাধারণভাবে ১৬০০ টাকা খরচ করতে হয় গ্রাহকদের। কিন্তু এই স্কিমের অন্তরে কানেকশন নিতে কোন খরচ করতে হবে না। জানিয়ে রাখা ভাল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উজ্জ্বলা যোজনা ২০১৮ সালে WHO এর কাছ থেকে প্রশংসা পেয়েছিল। পরে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি বাড়িতে দূষণ ও মহিলাদের স্বাস্থ্যের উন্নতির কথা জানিয়ে যোজনার প্রশংসা করেছিল।