অবশেষে চাকা ঘুরছে অর্থনীতির

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 02/11/2020   শেষ আপডেট: 02/11/2020 4:12 p.m.

গত ৮ মাসে সর্বোচ্চ জিএসটি আদায় অক্টোবরে

সুখবর দিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক৷ রবিবার এক বিবৃতিতে তারা জানিয়েছে, অক্টোবর মাসে পণ্য পরিষেবা কর বা জিএসটি বাবদ ১ লক্ষ কোটিরও বেশি টাকা এসেছে সরকারি কোষাগারে৷ করোনা–পর্বের গত ৮ মাসে এটাই হল সর্বোচ্চ আদায়৷ শুধু তাই নয়, গত বছরের অক্টোবরে যত জিএসটি আদায় হয়েছিল, এবারের অক্টোবরে আদায় হয়েছে তার থেকে ১০ শতাংশ বেশি৷

ফলে খুশির হাওয়া ওয়াকিবহাল মহলে৷ করোনা ও লকডাউনের ধাক্কায় দেশের অর্থনীতিতে যে কালো ছায়া পড়েছিল, এবার খানিকটা হলেও তা কাটতে শুরু করেছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা৷

বিবৃতিতে বলা হয়েছে, অক্টোবরে আদায় হওয়া জিএসটি–র ১ লক্ষ ৫ হাজার ১৫৫ কোটি টাকার মধ্যে ১৯ হাজার ১৯৩ কোটি টাকা হল কেন্দ্রীয় সরকারের৷ এই টাকায় তারা রাজ্যগুলির পাওনা সহজেই মেটাতে পারবে বলে আশা অর্থনীতি বিশেষজ্ঞদের৷