গত সপ্তাহেই শুরুতেই পাকিস্তানের সঙ্গে তালিবান সন্ত্রাসবাদীদের চুক্তি খতিয়ে দেখার হবে বলেই ইসলামাবাদকে কড়া বার্তা দেয় আমেরিকা। উল্লেখ্য, সংঘর্ষ বিরতি ঘোষণার বিষয়ে প্রতিশ্রুতি রক্ষার জন্য তালিবান গোষ্ঠীকে চাপ দিতেই মূলত পাকিস্তানের প্রতি আবেদন জানিয়েছিল আফগানিস্তান সরকার।
তবে তার মধ্যেই তালিবানের ছোবলে রক্তাক্ত আফগানিস্তান। এই হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৬ জন নিরাপত্তারক্ষী। এই হামলার ফলে কাবুল ও তালিবানের মধ্যে শান্তি আলোচনা ভেস্তে যেতে পারেই বলেই আশঙ্কা করা হয়েছে।
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বৃহস্পতিবার রাতে আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের খান আবাদ এলাকায় নিরাপত্তারক্ষীদের একটি চেকপোস্টে হামলা চালায় তালিবান জঙ্গিরা। অত্যাধুনিক একে-৪৭ রাইফেল ও রকেট লঞ্চার নিয়ে সরকারি বাহিনীর উপর আচমকা আঘাত হানে জেহাদিরা, ফলে সামলে ওঠার আগেই বেশ কয়েকজন সৈনিকের মৃত্যু হয়।
এএনআই সূত্রে আরও খবর, এই হামলায় সব মিলিয়ে এখনও পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও অনেকেই, আহতদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।