ব্রিটেন সরকার বিশ্বের প্রথম দেশ হিসাবে কোভিড ভ্যাকসিন প্রয়োগের ছাড়পত্র দেওয়ার পরপরই রাশিয়াও ঘোষণা করলো গণ টিকাকরণ কর্মসূচির। বুধবার সকালে ব্রিটেন সরকার তাঁদের দেশের অতিসংকটে থাকা রোগীদের উপর ফাইজারের টিকা প্রয়োগের ছাড়পত্র দেয়। আর রাশিয়া একধাপ এগিয়ে গণ টিকাকরণের ঘোষণা করে দিলো বুধবার সন্ধ্যায়।
ব্রিটেন সরকারের পক্ষে জানানো হয়, মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্টস রেগুলেটরি অর্গানাইজেশন (MHRA)-এর প্রস্তাব মেনে সম্ভাব্য প্রতিষেধকগুলি সরকারিভাবে অনুমোদন দেওয়া হলো। আগামী সপ্তাহের মধ্যেই দেশজুড়ে এই ভ্যাকসিন পাওয়া যাবে। কিন্তু এখন এই ভ্যাকসিন শুধুমাত্র অতিসংকটে থাকা রোগীদের উপরই প্রয়োগ করা যাবে।
কিন্তু একধাপ এগিয়ে রাশিয়া। ভ্লাদিমির পুতিন এইদিন জানালেন, আগামী সপ্তাহ থেকেই রাশিয়ায় গণহারে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হবে। সম্পূর্ণ নিখরচায় হবে এই ভ্যাকসিনেশন প্রক্রিয়া। পুতিন সরকারের পক্ষে জানানো হয়, তাদের তৈরি স্পুটনিক ভি খুব তাড়াতাড়ি বিশ্ববাজারেও যোগান দেওয়ার কথা ভাবছে রাশিয়া।