আফগানিস্তানের (Afghanistan) সামগ্রিক পরিস্থিতি আরও ভয়াবহ। মঙ্গলবার রাষ্ট্রপতির বাসভবনের কাছাকাছি ইদের প্রার্থনা চলাকালীন রকেট হামলার (Rockets land) ঘটনা ঘটেছে। এ নিয়ে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে।
সূত্র মারফত খবর, রাষ্ট্রপতির বাসভবনে ইদের প্রার্থনা চলাকালীন এই রকেট হামলা ঘটেছে। তিনটি রকেট পরপর হামলা চালায়। সেই সময় রাষ্ট্রপতি আশরফ ঘানি, অন্যান্য রাজনৈতিক কর্মী এবং সরকারি আধিকারিকরা উপস্থিত ছিলেন। ইদের নামাজ শুরুর ঠিক পর মুহূর্তেই এই হামলা হয়।
একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, কাবুল শহরের উত্তরাংশ পারওয়ান-ই-শা থেকে এই রকেট হামলা হয়েছে। রকেট গুলি কাবুলের বাঘ-ই-আলি মর্দান এবং চমন-ই-হাজরি এলাকায় হামলা চালিয়েছে। যা রাষ্ট্রপতি ভবনের খুব কাছেই অবস্থিত। এই ঘটনার পর আফগানিস্তানের রাষ্ট্রপতি আশরফ ঘানি বলেছেন, "এই ইদ আফগানিস্তানের সেনাদের উপসর্গ করতে চাই। তাদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই। যদিও তালিবানদের শান্তি প্রতিষ্ঠার কোন উদ্দেশ্যই নেই।" এরপর তিনি আরও বলেছেন, এই ঘটনার পর সরকার আরও কড়া হাতে পদক্ষেপ করবে।
উল্লেখ্য, আফগানিস্তান থেকে আমেরিকা সেনা প্রত্যাহারের পর থেকেই একের পর এক শহর দখলের অভিযোগ উঠেছে তালিবানদের বিরুদ্ধে। এমনকী দিন কয়েক আগেই ১৫ বছরের বেশি মহিলাদের এবং ৪৫ বছরের কম বয়সী বিধবাদের বাধ্যতামূলক ভাবে তালিবান সেনাদের সঙ্গে বিয়ে করতে হবে বলে ফতোয়া জারি করেছে। পাশাপাশি তালিবানরা পুরো দেশ দখলের টার্গেট নিয়েছে। এমনকী পাক সেনাদের সহযোগিতার অভিযোগও উঠেছে। সব মিলিয়ে এমন উত্তপ্ত পরিবেশের মধ্যে রকেট হামলার ঘটনায় যথেষ্ট উদ্বেগ তৈরি হয়েছে।