করোনা অতিমারীর প্রকোপ এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি, বরং বিশ্বের ১১০ টি দেশে ফের করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তরফে এক বিবৃতি মারফত জানানো হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধনম ঘেব্রেইসাস (Tedros Adhanom Ghebreyesus) বলেছেন, অতিমারীর রূপ প্রতি মুহূর্তে বদলাচ্ছে, এখনও শেষ হয়নি। বর্তমানে কোভিডের নয়া রূপের পর্যবেক্ষণে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। ওমিক্রনের নয়া রূপের গতি-প্রকৃতি বোঝা মুশকিল হচ্ছে। এত দ্রুত জেনেটিক বদল ঘটছে যে ওমিক্রনের নয়া রূপের প্রকৃতি বুঝতেই সমস্যায় পড়তে হচ্ছে। সুতরাং কোভিডের অতিমারী কাল এখনও শেষ হয়নি। কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও যেকোন মুহূর্তেই ভয়াবহ আকার ধারণ করতে পারে।
হু প্রধান আরও বলেছেন, ওমিক্রনের বি.এ ৪ এবং বি.এ ৫ উপপ্রজাতির ভাইরাস বিশ্বের অন্তত ১১০ টি দেশে ছড়িয়ে পড়েছে। এই মুহূর্তে গোটা বিশ্বে সংক্রমণ বৃদ্ধির হার অন্তত ২০ শতাংশ। ৬ জনের মধ্যে অন্তত ৩ জনের মৃত্যুর ঘটনা ঘটছে। যদিও বিশ্বের করোনা গ্রাফ অনেকটাই নিয়ন্ত্রণে, তবুও কোভিড প্রকোপ এখনও কেটে যায়নি। যেকোন মুহূর্তেই ভয়াবহ আকার ধারণ করতে পারে।
টিকাকরণের উপর জোর দেওয়ার কথা বলেছেন হু প্রধান। করোনা আটকাতে টিকাকরণের বিকল্প যে কিছুই নেই, তিনি আবারও স্মরণ করিয়ে দিয়েছেন। এক পরিসংখ্যান দিয়ে তিনি বলেছেন, পৃথিবীর মাত্র ৫৮ টি দেশ ৭০ শতাংশ টিকাকরণের কাজ শেষ করতে পেরেছে। এখনও বিশ্বের কয়েক কোটি মানুষ টিকা পাননি। সেই তালিকায় স্বাস্থ্যকর্মী, জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মী, বয়স্করা টিকা পাননি। যা আতঙ্কের তো বটেই। টিকাকরণের কাজ সম্পূর্ণ হলে কোভিডকে রুখে দেওয়া সম্ভব, বলেছেন হু প্রধান।