শনিবার রাত পৌনে বারোটা নাগাদ আচমকা ব্ল্যাকআউটে অন্ধকারে ডুবে যায় রাজধানী ইসলামাবাদ সহ পাকিস্তানের ১১৪ টি শহর। যোগাযোগ থেকে যাতায়াত, ইমরানের দেশে সমস্তই বাধাপ্রাপ্ত হয় এই আকষ্মিক লোডশেডিঙের জেরে।
বেলুচিস্তানের ২৯ টি জেলা সম্পূর্ণ অন্ধকারে নিমজ্জিত হয় এবং করাচির জিন্না আন্তর্জাতিক বিমানবন্দরেও একই চিত্র পরিলক্ষিত হয়। ইসলামাবাদ, মুলতান, পেশোয়ার, রাওয়ালপিন্ডি সহ ওই ১১৪ টি শহরে মোবাইল ও ইন্টারনেট পরিষেবাও স্তব্ধ হয়ে যায়। তবে সারা দেশ জুড়ে এমন ঘটার কারণ কি? ইসলামাবাদের ডেপুটি কমিশনার হামজা শফকতের মতে ন্যাশনাল ট্রান্সমিশন ডেসপ্যাচ কোম্পানির বিদ্যুৎ সংযোগকারী ব্যবস্থায় যান্ত্রিক ত্রুটির কারণে এই বৃহত্তর বিপর্যয়ের মুখে গোটা দেশ। রবিবার সকাল আটটার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবেন বলেও জানান তিনি। দেশের বিদ্যুৎমন্ত্রী ওমর আয়ুব খান ট্যুইটে জানান বিষয়টি খতিয়ে দেখছেন তিনি এবং কারণ এখনো উদঘাটন না হলেও দ্রুত সমাধান করবেন। সর্বশেষ আপডেট অনুযায়ী, সকাল থেকে ধাপে ধাপে বিভিন্ন শহরে বন্টন ব্যবস্থা স্বাভাবিক হচ্ছে তবে সমগ্র দেশের সর্বত্র সুরাহা এখনো মেলেনি।