কোভিড এড়াতে গোটা বিশ্ব আশ্রয় নিয়েছে লকডাউনের। এর বিরোধিতায় সামিল হয়েছেন বেশ কয়েক হাজার বিজ্ঞানী ও স্বাস্থ্য বিশেষজ্ঞ। তাঁরা বলছেন, এভাবে লকডাউন হলে মানুষের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব পড়বে। ক্ষতি হবে গোটা সমাজের। তাঁদের সুপারিশ, যাদের অসুস্থ হওয়ার সম্ভাবনা প্রবল তাদের জন্যে সুরক্ষার ব্যবস্থা হোক, কিন্তু সবল ও কমবয়সীরা স্বাভাবিক জীবন কাটাক।
আমেরিকায় শুরু হওয়া এ আন্দোলনের নাম গ্রেট ব্যারিংটোন ডিক্লারেশন। প্রায় ছ'হাজার বিজ্ঞানী ও বিশেষজ্ঞ এ সংক্রান্ত বিবৃতিতে সই করেছেন, যুক্ত আছেন বিশ্বের প্রায় ৫০ হাজার মানুষ। এঁরা বলছেন এভাবে লকডাউন চালালে ব্যাহত হচ্ছে শিশুদের টিকাকরণ কর্মসূচি, অসুবিধায় পড়ছেন হার্টের রোগ, ক্যানসার আক্রান্ত মানুষ। কোভিডের তুলনায় এসব রোগে মারা যাচ্ছেন বেশি জন। সবল কমবয়সীদের স্বাভাবিক জীবনে ফিরতে দিলে রোগ প্রতিরোধ ক্ষমতা জন্ম নেবে। তৈরি হবে গোষ্ঠী অনাক্রম্যতা, যার সুফল পাবেন অন্যেরাও।
এই মতের বিরোধীরা আবার বলছেন, এভাবে বেছে বেছে কিছু মানুষকে সুরক্ষা দেয়া সম্ভব নয়। এতে রোগের প্রকোপ বাড়বে।
গ্রেট ব্যারিংটোন ডিক্লারেশন gbdeclaration.org >