মার্কিন কংগ্রেসের মহিলা প্রতিনিধি ইলহান ওমর (Ilhan Omar) চারদিনের পাক অধিকৃত কাশ্মীর (PoK) সফরে এসেছেন। এই সফর মাঝে ওমর সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) সঙ্গে তাঁর বাসভবনে গিয়েছিলেন। আর আজ, বৃহস্পতিবার তাঁর এই সফরের নিন্দা করেছে ভারত। জানিয়েছে, সংকীর্ণ মানসিকতার রাজনীতিকে প্রতিফলিত করছে ওমর।
বিদেশমন্ত্রকের মুখপাত্র ওমরের এই সফর সমালোচনা করে বলেন, "আমরা লক্ষ্য করেছি যে তিনি জম্মু ও কাশ্মীরের ভারতীয় কেন্দ্রশাসিত অঞ্চলের একটি অংশ পরিদর্শন করেছেন, যেটি বর্তমানে পাকিস্তান বেআইনিভাবে দখল করে রেখেছে। আমি শুধু বলতে চাই যে এমনভাবে একজন রাজনীতিবিদ তাঁর সংকীর্ণ মানসিকতার রাজনীতি অনুশীলন করছেন। কিন্তু এর অনুসরণে আমাদের আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব লঙ্ঘন করা হচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয়।"
অন্যদিকে, আফগানিস্তানে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার বিষয়ে তিনি বলেন, "আমরা কিছু সন্ত্রাসী হামলা দেখেছি। এই সন্ত্রাসী হামলার নিন্দায় আমরা সর্বদাই সরব হয়েছি। সেখানে কী কী অগ্রগতি হয়েছে তাও দেখেছি আমরা। আমরা অবশ্যই সকলে এই জঙ্গি হামলার নিন্দা জানাই।" আবার, অস্ট্রেলিয়ার একাডেমিক স্বাধীনতায় ভারতীয় হাইকমিশনের হস্তক্ষেপের অভিযোগের প্রতিক্রিয়ায় অরিন্দম বাগচি বলেন, "আমরা যে মিডিয়া রিপোর্টগুলো দেখেছি তার সবকটি সঠিক নয়। এই বিষয়ে বিশদে পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করার জন্য আমাদের বিশেষজ্ঞরা রয়েছেন। মেলবোর্নে এটির জন্য একটি নির্দিষ্ট ক্ষেত্র ছিল। ইনস্টিটিউট সেট করা হয়েছিল। অস্ট্রেলিয়ান সরকার দ্বারা অর্থায়ন করা হত। ভারত সরকার এরকম কোনো ইনস্টিটিউটকে অর্থের জোগান দেয় না এবং এর কার্যকারিতা সম্পর্কে তাদের কোনো বক্তব্য নেই।"
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিষয়ে ভারতের অবস্থানের বিষয়ে কথা বলতে গিয়ে মুখপাত্র জানান, "রাশিয়ার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রয়েছে আমাদের। আমরা সেখান থেকে খুব কম গ্যাস সংগ্রহ করি এবং এবিষয়ে খুব কম তথ্য আছে আমার কাছে। আমার মনে হয় পররাষ্ট্রমন্ত্রী এটিকে আরও ভালভাবে ব্যাখ্যা করতে পারবেন।"