জার্মানিতে আর ১০ বছরের মধ্যে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে হিমবাহের অস্তিত্ব। আসলে জানা গিয়েছে খুবই দ্রুত গতিতে হিমবাহ গলতে শুরু করেছে বিশ্ব উষ্ণায়নের জেরে। আশঙ্কা করা হচ্ছে যে এই গতিতে হিমবাহ গলতে শুরু করলে ১০ বছর পর জার্মানিতে কোন বরফের অস্তিত্ব থাকবে না। যত হিমবাহ গলবে তত পৃথিবীতে সমুদ্রস্তরের উচ্চতা বৃদ্ধি পাবে। এতদিন অব্দি বৈজ্ঞানিকরা জানিয়েছিল যে চলতি দশকের মাঝামাঝি সময় অব্দি এই হিমবাহ গলার কথা ছিল। কিন্তু শেষ কিছু বছরে হিমবাহ গলন খুব বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে।
গ্লোবাল ওয়ার্মিং সম্বন্ধে বলতে গিয়ে বৈজ্ঞানিক গ্লোওবার জানিয়েছেন যে শুধুমাত্র পৃথিবীর বুকে বসে থাকা বরফের পাহাড় নয়। এই হিমবাহ হল পৃথিবীর থার্মোমিটার যা বিশ্বের আবহাওয়া নিয়ন্ত্রণ করে। এই হিমবাহ গললে গোটা বিশ্বের সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাবে। নাসার স্যাটেলাইট তথ্য অনুযায়ী ২০০০ সাল থেকে ২০১৯ সালের মধ্যে পৃথিবীতে ২৬৭ বিলিয়ন টন বরফ গলে গেছে। প্রতি বছর যা সুইজারল্যান্ডকে ৬ মিটার উচ্চ তাপ দিতে সক্ষম। জার্মানিতে হিমবাহ গলনের জন্য আবহাওয়াতে অস্বাভাবিক রূপ দেখা যাচ্ছে। শেষ চার দশকে চলতি বছরের এপ্রিল মাসে সবচেয়ে বেশি ঠান্ডা ছিল। এমনকি এই বছরে জার্মানিতে ১ মাসের মধ্যে ১৫ ডিগ্রী উষ্ণতা নেমে গিয়েছিল।